ইনসাইড বাংলাদেশ

নীরব দানবীর এজন মানুষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/10/2020


Thumbnail

ব্যারিস্টার রফিক-উল হক আর নেই। আইন পেশায় একজন আইকন। বাংলাদেশের আইন পেশায় সর্বকালের সেরাদের একজন রফিক-উল হক। ব্যারিষ্টার রফিক-উল হক একজন এক্সপেনসিভ (ব্যয়বহুল) আইনজীবী ছিলেন। তার ফি ছিলো অত্যন্ত চড়া। কিন্তু প্রচুর আয় করা এই মানুষটি চালাতেন প্রচুর স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। নীরবে দান করতেন। 

তিনি ছিলেন একজন দানবীর। নিজে দীর্ঘদিন ক্যান্সারের সংগে লড়াই করেছেন। এজন্য ক্যান্সার চিকিৎসা, রক্তদান কর্মসূচী, গরীব মানুষের চিকিৎসার জন্য তিনি দুহাতে খরচ করতেন। তার অর্থায়নে চলতো বাংলাদেশে বহু প্রতিষ্ঠান। কিন্তু তার দানের কথা তিনি কখনো প্রকাশ করতে না। একজন নীরব দানবীর ছিলেন ব্যরিষ্টার রফিক-উল হক।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭