ইনসাইড পলিটিক্স

সাংবাদিক পীর হাবিবের বাসায় হামলার ঘটনায় আমির হোসেন আমুর নিন্দা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/10/2020


Thumbnail

সামাজিক  যোগাযোগ  মাধ্যমে  গুজব  ছড়িয়ে  একটি  মহলের অপতৎপরতার  গভীর  উদ্বেগ প্রকাশ করেছেন  বাংলাদেশ  আওয়ামী লীগের  উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি। 

এই  অপতৎপরতার অংশ হিসেবে  বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক , খ্যাতিমান কলামিস্ট  ও সাংবাদিক পীর হাবিবুর রহমানের উত্তরার নিজ বাসায় গুজব ছড়িয়ে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান তিনি।  

আমির হোসেন আমু একই সঙ্গে এই ঘটনার  পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর  দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। 
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন বর্তমান সরকার যখন গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী তখন মুক্ত চিন্তার একজন সাহসী কলম সৈনিকের বাসায় হামলা নানামুখী চিন্তার জন্ম দেয়।  

এই ঘটনার নেপথ্যে কী  উদ্দেশ্য ও ষড়যন্ত্র ছিলো তা খুঁজে বের করতে আইনশৃংঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান  আওয়ামী লীগের এই প্রবীণ নেতা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭