ইনসাইড বাংলাদেশ

দুদকের মামলায় প্রকৌশলীর কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/10/2020


Thumbnail

 

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সিভিল অ্যাভিয়েশনের এক নির্বাহী প্রকৌশলীর ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২৫ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এই রায় দেন।

জানা যায়, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আছির উদ্দিনের ১০ বছরের কারাদণ্ডাদেশ হয়েছে। সেইসাথে তার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।

উল্লেখ্য, প্রায় তিন কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আছির উদ্দিনের বিরুদ্ধে ২০১৭ সালের ১৪ মে রমনা থানায় মামলা করে দুদক।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭