ইনসাইড বাংলাদেশ

গার্মেন্টস শ্রমিকদের পরিবারকে এক কোটি ৮২ লাখ টাকা সহায়তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/10/2020


Thumbnail

 

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কেন্দ্রীয় তহবিল হতে বিজিএমইএর অন্তর্ভুক্ত বিভিন্ন গার্মেন্টস কারখানার ৯১ জন মৃত শ্রমিকের পরিবারকে এক কোটি ৮২ লাখ দেয়া হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) বিকেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় বিজিএমইএ এর প্রতিনিধির হাতে এ চেক তুলে দেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

এ সময়  কেন্দ্রীয় তহবিলের আপতকালীন হিসাব হতে বিজিএমইএ এর অন্তর্ভুক্ত বন্ধ ঘোষিত একটি  গার্মেন্টস কারখানার শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের জন্য ২৫ লাখ ৮৯ হাজার টাকার আর্থিক সহায়তার  অনুমোদন দেয় হয়।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭