ওয়ার্ল্ড ইনসাইড

ভারত ও সাহারা অঞ্চলে বায়ু দূষণে ৫ লাখ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/10/2020


Thumbnail

বায়ু দূষণে প্রায় ৫ লাখ শিশুর মৃত্যু হয়েছে। গত বছর সারাবিশ্বে প্রায় ৬৭ লাখ মানুষ মারা গেছে। শিশু মৃত্যুর হার সবচেয়ে বেশি ভারত এবং সাব সাহারা অঞ্চলে। মার্কিন গবেষণা কেন্দ্র হেলথ এফেক্ট ইনস্টিটিউট এবং ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন এর গবেষণায় এসব তথ্য বেরিয়ে এসেছে।

জানা গেছে, ভারতে ১ লাখ ১৬ হাজারেরও বেশি শিশুর মৃত্যু হয়েছে। সাব সাহারায় এই সংখ্যা ছিল প্রায় দুই লাখ ৩৬ হাজার। এসব শিশুরা জন্মের এক মাসের মধ্যেই মারা গেছে। রান্নায় ব্যবহৃত জ্বালানির বিষাক্ত ধোঁয়া শিশু মৃত্যুর একটি বড় কারণ বলে জানানো হয়েছে গবেষণাটিতে। 

ওই গবেষণা দেখা গেছে, অপরিপক্ব শিশুর জন্ম এবং ওজনে কম এই দুটো কারণ বড় ধরনের জটিলটা সৃষ্টি করতে পারে। এসব কারণকে দক্ষিণ এশিয়া এবং সাব সাহারায় শিশু মৃত্যুর প্রধান কারণ হিসেবে বিবেচিত হয়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭