ওয়ার্ল্ড ইনসাইড

ফ্রান্সের ওয়েবসাইটে বাংলাদেশি হ্যাকারদের সাইবার আক্রমণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/10/2020


Thumbnail

বাংলাদেশি হ্যাকার কমিউনিটি ‘সাইবার ৭১’ সহ বিভিন্ন দেশের হ্যাকারদের ক্রমাগত আক্রমণে ডাউন হয়ে পড়ে ফ্রান্সের বিভিন্ন ওয়েবসাইট। এর ফলে বাধ্য হয়েই দেশটিতে জরুরি সাইবার সিকিউরিটি অ্যালার্ট জারি করা হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) এক টুইট বার্তায় ফ্রান্সের সরকারি সাইবার ডিপার্টমেন্ট এ জরুরি সতর্কতা জারির কথা জানায়।

মহানবী হযরত মোহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ফ্রান্সের ওয়েবসাইট হ্যাক করতে শুরু করে হ্যাকাররা। গত শনিবার মধ্যরাতের পর থেকে ফ্রান্সে সাইবার হামলার চালানো হয় বলে সাইবার ৭১ কমিউনিটির কয়েকজন সদস্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

হামলার শিকার ওয়েবসাইটগুলোতে প্রবেশ করে দেখা গেছে সেখানে প্রকৃত কনটেন্টের বদলে দেখা যাচ্ছে হ্যাকারদের একটি বার্তা। তা হল- মহানবী (সা.)কে নিয়ে প্রকাশ্যে কটূক্তির প্রতিবাদে এই অপারেশন চালিয়েছে মুসলমান হ্যাকাররা। ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ক্ষমা না চাওয়া পর্যন্ত এরকম হামলা চলতেই থাকবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭