ইনসাইড গ্রাউন্ড

বার্সাকে হারিয়ে মৌসুমের দ্বিতীয় শিরোপা রিয়ালের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/08/2017


Thumbnail

প্রথম লেগ যার গোল দিয়ে শেষ হয়েছিল তাঁর গোল দিয়েই শুরু হলো দ্বিতীয় লেগ। সেই সঙ্গে বেনজেমার গোল। এই দুই গোলের উপর ভর করেই দ্বিতীয় লেগ জিতে নেয় রিয়াল। বুধবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে  বার্সেলোনাকে ২-০ গোলে হারিয়ে দুই লেগ মিলে ৫-১ ব্যবধানে শিরোপা জিতেছে জিনেদিন জিদানের দল। প্রথম লেগে ৩-১ গোলে জিতেছিল তারা।

রোনালদোর নিষেধাজ্ঞার নিয়ে আপিল করেছিল রিয়াল কিন্তু তা খারিজ হয়ে যায়। গ্যারেথ বেল ও ইসকোকেও একাদশের বাইরে রাখেন জিনেদিন জিদান। তবে রোনালদো, বেল, ইস্কো নেই তো কি হয়েছে, জিদানের এই রিয়াল তো কোনো একক খেলোয়াড়ের নৈপুণ্যে নির্ভর করে না।

গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড়কে ছাড়া খেলতে নামার দুশ্চিন্তায় দলকে একটুও পেয়ে বসতে দেননি এ্যাসেনসিও, মার্সেলো ও বেনজেমারা।

ঘরের মাঠে রিয়ালের জালের দেখা পেতে সময় লাগে মাত্র চার মিনিট। প্রায় ৩০ গজ দূর থেকে এ্যাসেনসিওর আচমকা শট জালে জড়ালে এগিয়ে যায় রিয়াল। এই শট যে জালে ঢুকতে পারে তা যেন ভাবতেই পারেননি বার্সা গোলকিপার।  

বার্সেলোনার খেলা ছিল শুরু থেকেই ছন্দহীন, খেলোয়াড়দের মধ্যে ছিল বোঝাপড়ায় ঘাটতি। প্রিয় খেলোয়াড়দের একের পর এক ভুল পাস সমর্থকদের হতাশায় বাড়িয়েছে শুধু। দীর্ঘদিন ধরেই মাঝমাঠ ও রক্ষণ নিয়ে ভুগছে বার্সেলোনা। দ্বিতীয় গোলটিতে দলটির রক্ষণের দুর্বলতা আরও স্পষ্ট হয়ে ওঠে। বাঁ-দিক থেকে মার্সেলো ছয় গজ বক্সে বেনজেমাকে পাস দেন। বল ধরে জায়গা বানিয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন ফরাসি স্ট্রাইকার।

এই দিন প্রথম লেগের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে অসাধ্য সাধন করতে হতো বার্সেলোনাকে। কিন্তু তার ধারে কাছেও যেতে পারলো না তারা, উল্টো বাজে পারফরম্যান্সে বরণ করলো আরেকটি পরাজয়।

প্রথমার্ধে অতিথিদের পারফরম্যান্সের উল্লেখযোগ্য দিক বলতে লিওনেল মেসির দুটি একক প্রচেষ্টা। আর পুরো ম্যাচেই অনুজ্জ্বল ছিলেন সুয়ারেজ। তবে নেইমার চলে যাওয়াতে বার্সার আক্রমণভাগে যে ধাঁর কমে গেছে তা স্পষ্ট। সেই সঙ্গে পুরোনো সেই মাঝমাঠের সমস্যা।  কেবল মৌসুম শুরু হল। তাই বার্সা হয়তো সময় পাবে এই দুর্বলতা কাটিয়ে ওঠার।

এই নিয়ে টানা ৬৮টি প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করলো রিয়াল। সবশেষ গত বছর এপ্রিলে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গোল করতে ব্যর্থ হয়েছিল ইউরোপের সফলতম ক্লাবটি।

এ বছরে এই নিয়ে চতুর্থ এবং ২০১৭-১৮ মৌসুমে দ্বিতীয় শিরোপা জিতলো রিয়াল। এ মাসের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতেছিল মাদ্রিদের ক্লাবটি।

তবে জিদানের পরিকল্পনা যে ভবিষৎ রিয়ালকে নিয়ে তা বোঝাই যাচ্ছে। না হলে কোন কোচ এমন গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর দলের তিন মূল খেলোয়াড় ছাড়া খেলা শুরু করবে। জিদান এটাই প্রমাণ করেছে, খেলোয়াড় নয় দল বড়। সংঘবদ্ধভাবে খেললে জয় আসবেই। তাই জিদানের এই রিয়াল কোথায় গিয়ে থামবে, কে থামাবে তা সময়ই বলে দেবে। 


বাংলা ইনসাইডার/ডিআর



Save



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭