লিভিং ইনসাইড

আজকের টিপস : দূর হবে কাপড়ের ভেজা গন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/08/2017


Thumbnail

বর্ষার এই মৌসুমে ভেজা কাপড় নিয়ে সবাই ঝামেলায় আছি। একদিকে কাপড় শুকাচ্ছে না, অন্যদিকে ঘর জুড়ে ভেজা কাপড়ের গন্ধ। তাই আজ আমরা জানব বর্ষায় কাপড় শুকানোর কিছু সহজ টিপস। 

কাপড় যেন তাড়াতাড়ি শুকায়, সেজন্য প্রতিটি কাপড়ের মধ্যে সামান্য জায়গা ছাড়ুন। এর জন্য সবচেয়ে ভালো হয় দড়িতে হেঙ্গার ঝুলিয়ে তাতে কাপড় শুকানো। তবে সবার আগে কাপড়টিকে খুব ভালো ভাবে নিংড়িয়ে, পরে কয়েকবার ঝেড়ে বাড়তি পানি ঝরিয়ে নিবেন। বেশি ভারী কাপড়ের ক্ষেত্রে বাথরুমে ঝুলিয়ে পানি ঝরিয়ে নিবেন। 

মূলত বর্ষার সময় বাতাসে আর্দ্রতা বেশি থাকে বলেই কাপড় সহজে শুকাতে চায় না। ঘরের আর্দ্রতা কমাতে কোণে অপরিশোধিত লবণ রাখতে পারেন। লবণ আর্দ্রতা টেনে নিবে। 

কাপড় না হয় শুকিয়ে নিলেন কোনোভাবে, তবে ভেজা গন্ধ দূর করবেন কীভাবে? কাপড় শুকানোর সময় ঘরের এক কোনে ধূপ জ্বালিয়ে রাখুন। ধূপের তাপ কাপড় যেমন জলদি শুকাবে, তেমনই ভেজা গন্ধ দূর করবে। 

যখনই সুয্যি উঁকি দিবে আকাশে, অমনি ভেজা কাপড় আরেকবার শুকিয়ে নিন। আলমারির দরজা খুলে দিয়ে ফ্যান চালিয়ে রাখুন, এতে আলমারির কাপড়েরও গুমোট ভাব কেটে যাবে। 

বাংলা ইনসাইডার/এমএ




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭