লিভিং ইনসাইড

সাজুন দীপিকার সঙ্গে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/08/2017


Thumbnail

সেলিব্রিটিদের প্রতি এক অন্য ধরনের আকর্ষণ সব সময়ই কাজ করে আমাদের। তাদের কথা, উক্তি, ব্যক্তিত্ব আমাদের প্রভাবিত করে, করে অনুপ্রাণিত। তাইতো পোশাক, মেকআপ, খাবার যাবতীয় লাইফস্টাইলের যেকোন বিষয়ে তাদেরকেই আমরা ফলো করি। এমনই এক সেলিব্রিটি দীপিকা পাড়ুকোন। আদর করে যাকে ডাকা হয় দীপু। তার জনপ্রিয়তার কথা নতুন করে বলার কিছুই নেই। গুগল ঘাটলেই তার জীবনবৃত্তান্ত পেয়ে যাবেন। তবে কেন বলছি এই ভারতীয় সুন্দরীর কথা? 



ভক্তদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করতে দীপিকার কোন জুড়ি নেই। গালে টোল ফুটিয়ে অকপটে বলে যান নিজের কথা। সম্প্রতি দীপিকা তার চমৎকার লুকস এর ব্যপারে নানা তথ্য জানান। জনপ্রিয় ম্যাগাজিন ‘ফেমিনা’র এক ইন্টারভিউ থেকে সেই তথ্যগুলো আপনাদের জন্য তুলে ধরা হল। 



কেমন হবে দৈনন্দিন লুক ? 

প্রতিদিনের জন্য দীপিকার পছন্দ ‘সিম্পল লুক’। বলা চলে নিজেকে শুধু গুছিয়ে নেয়াটাই তখন তাঁর কাজ। দীপুর মতে, নিজেকে সব সময় ভারী মেকআপে আড়াল করতে নেই। এতে নিজেকেই অচেনা লাগতে পারে। তাই আপনারা যারা নিজেদের লুক নিয়ে খুব বেশি বিচলিত হয়ে পড়েন, দীপিকার কথা মেনে তাদের বলবো, ‘কিপ ইট সিম্পল’। 



ঘরের বাহিরে প্রতিদিন 

সুটিং, ফটোসুট বা ইন্টারভিউতে দীপিকাকে তৈরি করতে সব সময় প্রস্তুত থাকে বিশাল এক টিম। তবে যখন শুধু নিজের জন্য ঘরের বাইরে বের হন, তখন দীপিকা কিছু প্রস্তুতির কথা বলেন। গরম থেকে বাঁচতে সানস্ক্রিন ক্রিম রাখুন ব্যাগে। যখন তখন মুখ ধুয়ে আবার মেখে নিতে পারবেন। ব্যাগে আরও থাকা চাই সকালে চোখে লাগানো কাজল বা মাস্কারা, চিরুনি এবং অবশ্যই পারফিউম। এই সবে ব্যাগ গোছালে দিনভর ত্বক রাখা যায় সুরক্ষিত ও প্রাণবন্ত। 



গ্ল্যামার কি শুধু অনুষ্ঠানের জন্য ? 

দীপুর মতে, গ্ল্যামার শুধু নিজের জন্য। নিজেকে গর্জিয়াস দেখাতে সব সময় জমকালো পোশাক বা সাজের প্রয়োজন নেই। প্রয়োজন একটু বোল্ডনেস। হালকা সাজের সঙ্গে ঠোঁটে লাগিয়ে নিতে পারেন গাঢ় রঙের লিপস্টিক। দীপু এখানে লাল বা কমলার কথাই উল্লেখ করছেন। 



আর চুল……

সব সামলে নিলেও চুলকে সামলে নেওয়াটা সব সময় সহজ হয়না। তবে এই চুলকে ম্যানেজ করতেও দীপিকার আছে নিজস্ব কিছু টিপস। চুল ঝরা ও জট এড়াতে নিয়মিত চুল আচড়ান দীপু। তেল লাগান নিয়মিত, প্রচুর পানি পান ও পুষ্টিকর খাবার খান। চুল বাঁধতেও এই সেলিব্রিটির মতামত ভিন্ন। তার মতে ক্যাজুয়েল লুক পেতে সাইড বেণি চমৎকার একটি অপশন। এটি যেমন মার্জিত তেমনি ক্লাসিক। 

শুধু সাজ নয়, নিজেকে গুছিয়ে নিতে ব্যাক্তিত্বকেও কাজে লাগান। এজন্য চোখ বন্ধ করে দীপিকাকে অনুসরণ করতে পারেন। দীপুর মতে ধৈর্য্য ও সততাই আকর্ষণীয় ব্যাক্তিত্বের মূল। এজন্য পরিশ্রম করতে হবে, নিজের শেকড়কে আকড়ে রাখতে হবে। 

তবে আর দেরি কেন, দীপিকার উপদেশ মেনে আজ থেকেই নতুন লাইফস্টাইল শুরু করুন।

বাংলা ইনসাইডার/এমএ




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭