ওয়ার্ল্ড ইনসাইড

সীমানা পেরিয়ে : ১৭.০৮.২০১৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/08/2017


Thumbnail

চলমান বিশ্বের উল্লেখযোগ্য ঘটনা নিয়ে বাংলা ইনসাইডারের বিশেষ আয়োজন।

নাইজেরিয়ায় আত্মাঘাতী বোমা হামলায় নিহত ২৭
নাইজেরিয়ার বর্নো রাজ্যের মাইদুগুরি শহরে একটি শরণার্থী শিবিরের কাছে তিন নারী আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। বিবিসি জানায়, গত মঙ্গলবার চালানো এ হামলায় আরো বহু মানুষ আহত হন। আত্মঘাতী নারীরা জঙ্গিগোষ্ঠী বোকো হারামের সদস্য বলে ধারণা করা হচ্ছে।
 
জেদ্দায় ছয় ভবনে আগুন
সৌদি আরবের জেদ্দায় আল-বালাদ সেন্টারে ছয়টি বহুতল ভবনে ভয়াবহ আগুন লাগে। এর মধ্যে তিনটি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে। আরব নিউজ জানায়, গত মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ভবনগুলো থেকে ৬০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কেউ প্রাণ হারায়নি বলে নিশ্চিত করেছেন মক্কা অঞ্চলের সিভিল ডিফেন্স মুখপাত্র কর্নেল সাঈদ সারহান।

ফিলিপাইনে মাদকবিরোধী অভিযানে নিহত ৩২
ফিলিপাইনের পুলিশ মাদকবিরোধী এক অভিযানে একদিনের মধ্যে ৩২ জনকে হত্যা করেছে। এটি দেশটির মাদকবিরোধী যুদ্ধে একদিনে সবচেয়ে বেশি লোকের মৃত্যুর ঘটনা। বিবিসি জানায়, গত মঙ্গলবার রাজধানী ম্যানিলার উত্তরে বুলাকান প্রদেশে ২৪ ঘণ্টা ধরে এই অভিযান চলে। পুলিশের দাবি, নিহতরা সন্দেহভাজন মাদক অপরাধী। অভিযান চালানোর সময় তারা সশস্ত্র ছিল এবং পুলিশকে বাধা দিয়েছিল।

লাদাখে ভারত-চীনের সংক্ষিপ্ত সংঘর্ষ
ভারতের লাদাখে হিমালয় পর্বতের মালিকানা নিয়ে বিরোধপূর্ণ একটি এলাকায় ভারতীয় ও চীনা সৈন্যদের মধ্যে সংক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। ডন জানায়, গত মঙ্গলবার ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের অন্তর্ভুক্ত লাদাখের প্যাঙ্গং হ্রদ এলাকায় চীনা সৈন্যরা ভারতীয় সৈন্যদের লক্ষ্য করে পাথর ছোঁড়ে। গত কয়েকমাস ধরে সিকিম সীমান্ত এলাকায় দুপক্ষের সেনাবাহিনীর মুখোমুখি অবস্থান নিয়ে আছে।


বাংলা ইনসাইডার/আরএইচবি




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭