টেক ইনসাইড

ডাউনলোড না করেও ব্যবহার করা যাবে ইনস্টাগ্রাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 28/10/2020


Thumbnail

ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে প্রতিদিনই কিছু না কিছু ফিচার আনে ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম। নিয়মিত ব্যবহারকারীরা যাতে এই সোশ্যাল প্ল্যাটফর্মে এসে কোনোভাবেই একঘেয়ে অনুভব না করেন, তার জন্য সচেতন মার্ক জাকারবার্গের সংস্থা।

আর তাই এবার একসুতোয় বেঁধে দেওয়া হল ফেসবুক ও ইনস্টাগ্রামকে। অর্থাৎ আপনার কাছে যে কোনও একটি অ্যাপ থাকলেই দুই প্ল্যাটফর্মে করা মেসেজই দেখে নিতে পারবেন। আলাদা করে আর অ্যাপ ডাউনলোডের প্রয়োজন হবে না।

নতুন এই ফিচারটি নিয়ে আসার ইঙ্গিত ইনস্টাগ্রাম আগেই দিয়েছিল। তারা জানিয়েছিল, এবার ফেসবুক বন্ধুদের সঙ্গে যোগাযোগ হবে আরও সহজ। ইনস্টাগ্রাম অ্যাপ ডাউনলোড না করেই সেলফি স্টিকার তৈরি করা যাবে। বন্ধুদের সঙ্গে চ্যাট করা যাবে। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখেই দু`টিকে জুড়ে দেওয়া হয়েছে। এতে অ্যাপের প্রাইভেসিতেও কোনও প্রভাব পড়বে না।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭