ইনসাইড ট্রেড

ইরফানকে রিমান্ডে নেয়া হতে পারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 28/10/2020


Thumbnail

আজ রিমান্ডে নেয়া হতে পারে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের পুত্র ইরফান সেলিমকে।

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর এবং হত্যাচেষ্টা মামলায় আজ তাকে রিমান্ডে নেয়া হতে পারে। গত রোববার কলাবাগানে হাজী সেলিমের গাড়িতে ধাক্কা লাগে লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খানের মটরসাইকেল। সেই গাড়িতে তখন হাজী সেলিম ছিলেন না ছিলেন তার পুত্র, প্রটোকল অফিসার এবং দেহরক্ষী।  এরপর তারা গাড়ি থেকে নেমে ওই নৌকর্মকর্তাকে বেধড়ক মারধর করেন।

এরপর ওই নৌকর্মকর্তা বাদি হয়ে ধানমন্ডি থানায় একটা মামলা দায়ের করেন। ওই মামলার পর র‌্যাব হাজী সেলিমের চান সরদার দাদা বাড়িতে প্রায় ৭ ঘন্টা অভিযান চালিয়ে সেখানে বিপুল পরিমাণ মাদক, অস্ত্র এবং অবৈধ ওয়াকিটকিসহ অন্যান্য অবৈধ সামগ্রি পায়।  আর এগুলো নিয়ে মামলা হবে বলে র‌্যাব সূত্রে জানা গেছে। এই অবস্থায় নৌকর্মকর্তার হত্যাচেষ্টা মামলায় গতকাল তার রিমান্ডের আবেদন করা হয়েছে আজ এ ব্যাপারে আদালত নির্দেশ দেবে বলে জানা গেছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭