ইনসাইড বাংলাদেশ

কবি শামসুর রাহমানের একাদশতম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/08/2017


Thumbnail

স্বাধীনতা তুমি
রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার।
স্বাধীনতা তুমি
মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহু গ্রন্থিল পেশী।
স্বাধীনতা তুমি
অন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তিসেনার চোখের ঝিলিক।
 
কবি শামসুর রাহমান  রহমানের স্বাধীনতা তুমি কবিতার কয়েকটি লাইন। সৃষ্টি ও মননের দ্যুতিময় উপস্থাপনা তাঁকে দিয়েছে সমকালীন বাংলার অন্যতম প্রধান কবির মর্যাদা। কবি হিসেবে দুই বাংলায় সমান জনপ্রিয় ছিলেন তিনি। তাঁকে নাগরিক কবিও বলা হয়।

আজ ১৭ই আগস্ট বাংলাদেশের বরেণ্য নাগরিক কবির১১তম মৃত্যুবার্ষিকী। ২০০৬ সালের এই দিনে তিনি না ফেরার দেশে চলে যান। বনানীর কবরস্থানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত আছেন তিনি।

১৯৬০ সালে কবি শামসুর রাহমানের ‘প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে’ কাব্যগ্রন্থ প্রকাশের পরপরই পাঠক মহলে জনপ্রিয়তা বাড়তে থাকে। ষাটের দশকে প্রকাশিত কবিরউল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে- রৌদ্র করোটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরালোকে দিব্যরথ, আমি অনাহারী ইত্যাদি। এছাড়াও শিশুদের জন্য শিশুতোষ, অনুবাদ, ছোটগল্প,উপন্যাস, আত্মস্মৃতি গ্রন্থও রয়েছে।

স্বাধীনতা যুদ্ধেও তাঁর অবদান ছিল অভিস্মরণীয়। তৎকালীন পাকিস্তান আমলে আইয়ুব বিরোধী গণঅভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধ-পূর্ব ও পরবর্তী বাস্তবতায় অস্ত্র হিসেবে কলমকে বেছে নিয়েছিলেন শামসুর রাহমান। রচনা করেন বহু অনবদ্য কবিতা।
 
 
কবি শামসুর রাহমান ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার মাহুতটুলিতে জন্ম গ্রহণ করেন। কবি শামসুর রাহমান পেশা হিসেবে বেছে নেন সাংবাদিকতা। ১৯৫৭ সালে দৈনিক মনিং নিউজ -এ কর্মজীবন শুরু করেন তিনি। ১৯৭৭ সালের ফেব্রুয়ারি মাসে তিনি দৈনিক বাংলাও সাপ্তাহিক বিচিত্রার সম্পাদক নিযুক্ত হন। ১৯৮৭-তে সামরিক সরকারের শাসনামলে তাকেপদত্যাগ করতে বাধ্য করা হয়। এরপর তিনি অধুনা নামের একটি মাসিক সাহিত্য পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৫৫ সালের ৮ই জুলাই শামসুর রাহমান বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কবির তিন ছেলে ও দুইমেয়ে। তাদের নাম সুমায়রা আমিন, ফাইয়াজ রাহমান, ফাওজিয়া সাবেরিন, ওয়াহিদুর রাহমান মতিন ও শেবা রাহমান।

এই বরেণ্য কবি আদমজী সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, নাসির উদ্দিন স্বর্ণপদক, জীবনান্দ পুরস্কার, আবুল মনসুর আহমেদ স্মৃতি পুরস্কার, মিতসুবিসি পুরস্কার( সাংবাদিকতার জন্য), আনন্দ পুরস্কার পদকসহ বেশকিছু গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছেন।

বাংলা ইনসাইডার/ এসএ/ জেডএ




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭