ইনসাইড বাংলাদেশ

নিরাপত্তার কারণে বঙ্গবন্ধু অ্যাভিনিউর কর্মসূচি বাতিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/08/2017


Thumbnail

একুশ আগস্ট গ্রেনেড হামলা দিবসে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যাবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিরাপত্তা সংক্রান্ত সবুজ সংকেত না পাওয়ায় প্রধানমন্ত্রীর কর্মসূচি বাতিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে এসএসএফের সঙ্গে আওয়ামী লীগের নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আর কদিন পরই ২১ আগস্ট। দেশের স্মরণকালের ইতিহাসের ন্যাক্কারজনক গ্রেনেড হামলার ১৩ বছর। ২০০৪ সালের ওই ঘটনায় হামলার লক্ষ্য ছিল তৎকালীন আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হামলা থেকে তিনি বাঁচলেও নিহত হন ২৪ জন।

এরপর থেকে প্রতি বছর ২১ আগস্টে ওই ঘটনার স্মরণে সেখানে নির্মিত অস্থায়ী বেদীতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। ওই সময় সেখানে থাকেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

একই সঙ্গে প্রধানমন্ত্রীকে উন্মুক্ত কোনো স্থানে যাওয়া থেকে বিরত থাকার কথা জানিয়েছে গোয়েন্দারা।

গোয়েন্দা সংস্থার একাধিক সূত্রে জানা গেছে, বর্তমানে রাজধানীতে অর্ধশতাধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত সুইসাইড স্কোয়াড রাজধানীতে অবস্থান করছে।

এছাড়া উন্মুক্ত স্থানে আওয়ামী লীগের পক্ষ থেকেও কোনো সভা না করার কথা বলেছে গোয়েন্দারা। এসব সভা অত্মাঘাতি হামলাকারীদের লক্ষ্যবস্তু হতে পারে।

সম্প্রতি ১৫ আগস্টে এক আত্মঘাতি হামলাকারী ধানমন্ডি ৩২ নম্বরে হামলার জন্যই রাজধানীর পান্থপথে অবস্থিত হোটেল ওলিও ইন্টারন্যাশনালে অবস্থান নিয়েছে। তবে ওই হামলারকীর অবস্থান জানতে পেরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা হোটেল এবং হোটেল সংলগ্ন এলাকা ঘিরে ফেরে। পরে ওই আত্মঘাতি হামলাকারী বিস্ফোরণ ঘটায় এতে হোটেল কক্ষের দেয়ার ভেঙ্গে পড়ে। এমনই অনেক আত্মঘাতি হামলাকারী রাজধানীতে অবস্থান করছে বলে জানিয়েছেন গোয়েন্দা সংস্থার একাধিক সূত্র।

বাংলা ইনসাইডার/জেডএ




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭