ইনসাইড গ্রাউন্ড

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ দিবারাত্রি ১ম টেস্ট আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/08/2017


Thumbnail

আজ থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। এই সিরিজে খেলা হবে পিঙ্ক বলে। আর খেলা হবে দিবা-রাত্রি পদ্ধতিতে।

ইংল্যান্ড আছে দুর্দান্ত ফর্মে। অল্প কিছুদিন আগেই তারা নিজেদের মাটিতে দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্ট সিরিজ জিতেছে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট অনেকদিন ধরেই ধুঁকে ধুঁকে চলছে। তাই ইংল্যান্ডের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে কঠিন পরীক্ষাই দিতে হবে।

২০১৫ সালের বিশ্বকাপে বাংলাদেশের কাছে হারার পর যে পরিবর্তন ইংলিশদের ক্রিকেটে এসেছে সেই ধারাবাহিকতা তারা ধরে রেখে এগিয়ে যাচ্ছে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে তারকা ক্রিকেটারদের বিভিন্ন সমস্যার কারণে তাদের ক্রিকেট পিছিয়েই রয়েছে।

বার্মিংহ্যামের এজবাস্টনে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে ইংল্যান্ড নিজেদেরকে আগের থেকে আরও ভালো ভাবে উপস্থাপন করতে চাইবে। আর ওয়েস্ট ইন্ডিজ চাইবে সব সমস্যা পিছনে ফেলে বিদেশের মাটিতে ভালো কিছু করতে। কারণ টেস্ট র‍্যাংকিং এ তারা অনেক পিছিয়ে আছে। তাই এই সিরিজে জয়ের বিকল্প কিছু নেই।

এরই মধ্যে বেশ ভালো প্রস্তুতি নিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। তারা কাউন্টি দলের সঙ্গে খেলেছে কয়েকদিন আগেই। আর অভিজ্ঞতার দিক থেকে ওয়েস্ট ইন্ডিজ বেশ কিছুটা এগিয়ে ইংল্যান্ডের থেকে। গত বছর পাকিস্তানের সঙ্গে দুবাইতে দুইটি টেস্ট ম্যাচ খেলেছিলো ওয়েস্ট ইন্ডিজ। তাই এখন দুইদলের মধ্যকার জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।


বাংলা ইনসাইডার/এনআই




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭