ওয়ার্ল্ড ইনসাইড

ফরাসি ম্যাগাজিন শার্লি এবদোর বিরুদ্ধে এরদোয়ানের মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/10/2020


Thumbnail

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের আপত্তিকর ব্যঙ্গচিত্র প্রকাশ করায় ফরাসি সাপ্তাহিক ম্যাগাজিন শার্লি এবদোর বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত বুধবার (২৮ অক্টোবর) ম্যাগাজিনটির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেন এরদোয়ান। 

আঙ্কারার প্রসিকিউটরের কাছে এ অভিযোগটি জমা পড়েছে। এতে আসামি করা হয়েছে ম্যাগাজিন কর্তৃপক্ষ ও কার্টুনিস্টকে।

এরদোয়ানকে নিয়ে যে ব্যাঙ্গচিত্র প্রকাশ করা হয়েছে, তার কভারে দেখা গেছে, এরদোয়ান একটি সাদা টি-শার্ট পরে বসে আছেন। হাতে একটি ক্যানের ভেতর পানীয় জাতীয় দ্রব্য রাখা এবং পাশে দাঁড়িয়ে আছে হিজাব পড়া এক নারী।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭