ওয়ার্ল্ড ইনসাইড

ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে চার শরণার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/10/2020


Thumbnail

ছোট নৌকায় চড়ে ফ্রান্স থেকে ব্রিটেনে প্রবেশ করতে গিয়ে বুধবার (২৮ অক্টোবর) ইংলিশ চ্যানেলে ডুবে মৃত্যু হয়েছে চার শরণার্থীর। এর মধ্যে দুজন শিশু। নিহতদের সবাই একই পরিবারের। এখনও বেশ কয়েকজন নিখোঁজ বলে মনে করছে ফ্রান্সের উদ্ধারকারী দল।

নিহতরা কুর্দিশ ইরানিয়ান পরিবারের সদস্য। তাদের ১৫ মাস বয়সী শিশু এখনও নিখোঁজ রয়েছে। প্রায় ১৫ জন এখনো হাসপাতালে ভর্তি।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন নৌকাডুবির ঘটনায় শোক প্রকাশ করেছেন। ঘটনার তদন্তে ফ্রান্সকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়ে টুইট করেছেন তিনি।

তবে ইংলিশ চ্যানেলে এমন ঘটনা এই প্রথম না। অতীতে সাঁতার কেটে তিরিশ কিলোমিটার ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করেছেন শরণার্থীরা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭