কালার ইনসাইড

ছোট বোনের মতো ভালবাসত সালমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/08/2017


Thumbnail

জনপ্রিয় নায়িকা শাবনূর। বর্তমানে অভিনয় থেকে দূরে। সালমান শাহকে জড়িয়ে আবারও প্রশ্নের সম্মুখীন হয়েছেন। তাঁর উত্তর নিয়ে মুখোমুখি হয়েছেন বাংলা ইনসাইডারের

বাংলা ইনসাইডার: সালমান শাহর আত্মহত্যা নাকি হত্যা, এ নিয়ে আবার কথা উঠেছে। আপনার মত কি?

শাবনূর:
তার সকল সহকর্মী ভক্তর মত আমিও আশাবাদী যেন এর সুষ্ঠ তদন্ত হোক। যারা সালমান শাহর বিষয়টির তদন্ত করছেন। তারাই একদিন না একদিন তদন্ত শেষে বিষয়টির সুরহা করবেন। এর চেয়ে আর বেশি কিছু বলার নাই। সত্যি কখনো চাপা থাকে না। আশা করি সত্যিটা একদিন প্রকাশ পাবে।

তার মানে কি সত্যিটা এখনো প্রকাশ পায়নি?

সেটা যারা তদন্ত করছে তারাই ভালো বলতে পারবে। আর সামিরার নামে যদি এমন কথা উঠে সেটাও পুলিশ বুঝবে। আমার সঙ্গে সালমান, রিয়াজ এমনকি শাকিব, আমিনের সঙ্গেও জুটি হয়েছি। সবার আলাদা এক একটা জীবন আছে। সে জীবনের হিসেব তো আমি জানি না। জানব না।

রুবি আপনাকে আর সালমান শাহকে জড়িয়ে গুরুতর কথা তুলেছে, তা নিয়ে কি বলবেন?

রুবি কে? সে আমাকে নিয়ে একটা কথা তুলবে আর তার প্রতিউত্তর আমাকে দিতে হবে তা আমি মনে করি না। যদি সে এমন কথা এতদিন পর বলে থাকে সেটা দু:খজনক। এসব নিয়ে আসলে আমার কিছু বলার নেই।

সামিরার সঙ্গে আপনার পরিচয় কেমন ছিল?

সামিরার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। সালমানের প্রায় সব ছবির শুটিংয়েই সামিরা থাকতেন। আমরা প্রচুর মজা করতাম একসঙ্গে। তা তখনকার যারা শুটিং ইউনিটে ছিলেন। তারা ভালো জানেন।

আমার নামে যে প্রেগনেন্ট এই সেই কথা তোলা হয়েছে। সামিরা রুবিকে এরকম কিছু বলতে পারে বলে আমার মনে হয় না। ওকে আমি ব্যক্তিগতভাবে চিনি। ও ভালো একটা মেয়ে। সে যদি এরকম বাজে বাজে কথা বলে জনগণের কাছে আমাকে হেয় পতিপন্ন করতেই থাকে। আমি মানহানির মামলা করব। মানসম্মান রক্ষার জন্য মামলা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তিনি মিথ্যা কথা একজনের ওপর চাপিয়ে দিচ্ছেন। বিষয়টা তো ঠিক নয়।

সামিরার বর্তমান স্বামীও তো আপনাকে নিয়ে কথা তুলেছে, এর উত্তর কী?

আমাকে আর সালমানকে জড়িয়ে কথা তোলা লজ্জার। তাঁর চেয়ে বয়সে আমি অনেক ছোট ছিলাম। আমাকে তুই বলে সম্বোধন করত। সে সেভাবেই আমার সঙ্গে ব্যবহার করত। সবসময় পিচ্চি বলে ডাকত। মনে হত আমি তাঁর ছোট বোন। সেভাবেই আমাকে ভালবাসত। অনেকে এ নিয়ে হাসা হাসি করত। বলতো ‘তোরা কীভাবে রোমান্স করিস’। আর তাঁর সাথে জড়িয়ে এমন নোংরা কথা সহ্য করার মত নয়। তাও মৃত্যুর এতদিন পরে!

বাংলা ইনসাইডার/এমআরএইচ/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭