ইনসাইড গ্রাউন্ড

অস্ট্রেলিয়া সিরিজের টাইটেল স্পন্সর ‘রকেট’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/08/2017


Thumbnail

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের সময় ঘনিয়ে এসেছে। আগামীকাল ১৮ আগস্ট ঢাকায় আসছে অজিরা। প্রথম টেস্ট মাঠে গড়াবে ২৭ আগস্ট। তার আগে আগে আগামী মঙ্গলবার দুইদিনের এক প্রস্তুতি ম্যাচ খেলবে স্মিথ-ওয়ার্নাররা।

সব কিছু ঠিক হয়ে গেলেও বাকী ছিল টাইটেল স্পন্সর ঠিক করা। সে নিয়ে অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে টাইটেল স্পন্সর হিসেবে রকেটের নাম ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ দুপুরে বিসিবির মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত হয় সিরিজের টাইটেল স্পন্সরের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিরিজের টাইটেল স্পন্সর ও গ্রাউন্ড স্পন্সরশিপ রাইটস হোল্ডার ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়ামের পক্ষে সানাউল আরেফিন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন ও ডাচ্‌-বাংলা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আবুল কাশেম মো. শিরিন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী জানান, ম্যাকগিল সিরিজের আগে আসতে পারবেন কি পারবেন না, তা জানাতে আরও দু-একদিন সময় লাগবে। তবে কিছু জটিলতা থাকায় ম্যাকগিলের এখনই আসা সম্ভব হচ্ছে না।

সংবাদ সম্মেলন শেষে ‘রকেট বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ- ২০১৭’ এর লোগো উন্মোচন করা হয়। 


বাংলা ইনসাইডার/ডিআর




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭