ইনসাইড বাংলাদেশ

জি কে শামীমের জামিন: রূপাকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 30/10/2020


Thumbnail

আলোচিত জি কে শামীমসহ বিভিন্ন আসামির সাথে ‘আঁতাত করে জামিন করিয়ে দিয়ে অবৈধ সম্পদ’ অর্জনের অভিযোগে সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রূপাকে জিজ্ঞাসাবাদে তলব করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আগামী ৪ নভেম্বর সকাল ১০টায় তাকে উপস্থিত হতে নির্দেশ দেয়া হয়েছে। দুদকের পক্ষে বুধবার এ নোটিস পাঠিয়েছেন অনুসন্ধান কর্মকর্তা উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম।

দুদকের একজন কর্মকর্তা বলেন, সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জান্নাতুল ফেরদৌসীর দপ্তরের ঠিকানায় ওই নোটিস পাঠানো হয়েছে।

নোটিসে বলা হয়েছে, রাষ্ট্রের এই আইন কর্মকর্তা ‘বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে ঘুষ গ্রহন করে জি কে শামীমসহ বিভিন্ন আসামির সাথে আঁতাত করে জামিন করিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়াসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন’ বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে কথা বলতে জান্নাতুল ফেরদৌসীকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭