ইনসাইড বাংলাদেশ

বন্যার্তদের আর্তনাদ কে শুনবে?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/08/2017


Thumbnail

ভারত থেকে ধেয়ে আসছে পানি। এ কারণে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে উত্তরাঞ্চলে। এর মধ্যে ঢাকার বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা, টঙ্গী খাল, ধলেশ্বরী ও কালীগঙ্গার পানি তীব্র বেগে বৃদ্ধি পাচ্ছে। এসব নদীর পানি এখনো বিপৎসীমার নিচে প্রবাহিত হলেও আগামী ৩-৪ দিনের মধ্যে তা বিপৎসীমা অতিক্রম করে ঢাকা ডুবে যেতে পারে বলে আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ইতিমধ্যে, দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের প্রায় ২৬ জেলা প্লাবিত হয়েছে। সরকারি হিসাবে ছয় লাখের মত মানুষ ক্ষতিগ্রস্ত আর বেসরকারি হিসাবে তা প্রায় ১৫ লাখ ছাড়িয়ে গেছে। কিন্তু বন্যা কবলিত এসব মানুষের আর্তনাত শুনছে কে?

মুখে বড় বড় কথা বলার মানুষের অভাব নেই এই সমাজে। কিন্তু দুঃসময়ের বন্ধু হয়ে পাশে দাঁড়ানোর মতে মানুষের অভাব সবসময়।আর এর বড় উদাহরণ সম্প্রতি বন্যাদুর্গত এলাকাগুলোর। একের পর এক বন্যার কুলে পড়েছে দেশ, মানুশের হাহাকার আর কান্তা সেষ হতে না হতেই নতুন করে প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকা। সরকার ত্রাণ দিয়ে কুল পাচ্ছে না। এমন অবস্থায় বন্যার্তদের পাশে দাড়ানোর মত কেউ নেই তবে অপ্রতুল ত্রাণ,সামঞ্জস্যতার অভার বলে সমালোচোনা করার মত মানুষেরও অভাব নেই। বন্যার্তদের সাহা্য্য করার দায়িত্ব কি শুধুই সরকারের?

বলা হচ্ছে, ১৯৯৮ সালের বন্যাকেও অতিক্রম করবে এবারের বন্যার ভয়াবহতা। এ বছর শুরু থেকেই হাওরের আগাম বন্যা, ঈদের আগে পাহাড় ধস, অতি বৃষ্টি আর চলমান বন্যায় তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। যেখানে আগস্টের বন্যা অনেকটা নিষচিত বিষয়। তারপরও পূর্ব প্রস্তুতির আলামত তো নেইই, তাৎক্ষণিক মোকাবেলা করা তো দূরের কথা।

কালো ব্যাচ পড়া শোকদিবস উদযাপনে সবাই ব্যস্ত ছিলেন। এদিকে বন্যায় মানুষের আর্তনাতের ছেয়ে গেছে বন্যা কবলিত এলাকাগুলো। এ বিষয়ে নজর নেই কারোর। শুধু মাথাব্যথা সরকারের তাই না? বিরোধীদল রওশন এরশাদের জাতীয় পার্টিই হোক আর অন্যতম রাজনৈতিক দল বিএনপি’র কথাই হোক; সবাই সংবাদ সম্মেলন করে। বন্যাদুর্গতদের পাশে থাকা উচিৎ, এটা করা উচিৎ ওইটা করা উচিৎ কিন্তু উচিৎ আসলে যে কি তাই হয়তো বোঝে না। শোক দিবসে তকমা লাগিয়ে মাইকবাজি, ভোঁজবাজি, চাপাবাজি,তেলবাজিতে যত টাকা অপচয় হয়েছে এই টাকাটা যদি বন্যার্তদের সাহায্যের জন্য ব্যায় করা হতো তাহলে কত মানুষের আর্তনাদ থামানো যেতো একবারও কি ভেবে দেখেছেন কেউ?

আগে ঢকা-ঢল পিটিয়ে বন্যা কবলিতদের জন্য ত্রান সংগ্রহ করা হত। যে যেভাবে পারে সাহায্যে এগিয়ে আসতো, কিন্তু এখন কারো মাঝে এই তৎপরতাটুকু নেই।

এদিকে, ইস্যু পেলে সরকারের সমালোচনায় পঞ্চমুখ হয়ে ওঠে দেশের অন্যতম প্রধান বিরোধী শক্তি বিএনপি। যেকোনো ইস্যুতে সংবাদ সম্মেলন, বিবৃতি, মানববন্ধন, প্রতিবাদ সভায় সরকারের সমালোচনায় ব্যাস্ত হয়ে ওঠে দলটি। সারাদেশে চলমান বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তরা সরকারি সাহায্য-সহযোগিতা পাচ্ছেন না- এমন অভিযোগ করেছে দলটি, তবে নিজের এখন পর্যন্ত কোথাও ত্রাণতৎপরতা চালাতে এগিয়ে আসেনি।

সম্প্রতি, লন্ডনে চোখের অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠা বিএনপি চেয়ারপারসন নিজের টুইটারে এক বার্তায় বন্যাদুর্গত মানুষের তিনটি ছবি পোস্ট করেছেন। ছবির সঙ্গে বার্তায় তিনি বলেছেন, ‘বন্যার্তদের সাহায্যের জন্য দুর্নীতিবাজ সরকারের করুণার আশায় আমরা বসে থাকতে পারি না, আসুন বিএনপি`র নেতাকর্মীরাসহ সবাই এখনি এগিয়ে আসি।’

শুধু তাই ন্য, বন্যা শুরুর পর থেকে বন্যার্তদের পর্যাপ্ত ত্রাণ দিতে সরকার ব্যর্থ হচ্ছে বলে সমালোচনার ঝড় তোলে বিএনপি। দলটির কেউ কেউ অভিযোগ করেন, সরকারি দলের নেতাকর্মীরা ত্রাণসামগ্রী লুটপাট করছেন। আবার কেউ বলেন, বিনা ভোটে ক্ষমতায় আসার কারণে জনগণের কঠিন দুর্দিনে যথাসময়ে পাশে দাঁড়াচ্ছে না সরকারি দল। বকবাজিই করে গেছে এই দলটি, কিন্তু নিজেরা কেউ এগিয়ে আসছে না।

সবাই মনে করে, বন্যা আসবে, বন্যার্তদের আশ্রয় কেন্দ্রে নেওয়া হবে, কত মেট্রিক টন সাহায্য আসলো, কত মেট্রিক টন চুরি গেলো হিসাব কষা হবে। এ বছরের বন্যায় কতজন মারা গেলো সাহায্য কে দিলো? কে দিলো না? তা নিয়ে টকশো হবে রমরমা। কিন্তু বন্যা শেষে পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে এসব সুশীল সমাজের আলোচলা। কিন্তু এসব মানুষের পরবর্তী পরিস্থিতি কি হবে, তার কি করে জীবন চলবে তা কেউ ভুলে জানতেও চাইবে না।

বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে হাজার হাজার মানুষের। সেখানে এদেশের বিভিন্ন এনজিও, বিদেশী দাতা সংস্থারা অনেক অনেক কথা বললেও এই বন্যা দুর্গতদের পাশে নেই তাঁরা। তবে সরকারকে খোঁচা দিতে কোন ফাঁক ফোকড় রাখছে না কেউ। সরকার দুর্গত অসহায় মানুষদের জন্য ত্রাণের ব্যাবস্থা করছে তবে তা অপ্রতুল বলে দাবি করছে প্রধান বিরোধী দল বিএনপি। তাহলে তাঁরা নিজেরা কেনও কোন পদক্ষেপ নিচ্ছেন না? এর দায় কি শুধুই সরকারের?

বাংলা ইনসাইডার/আরএ/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭