ইনসাইড বাংলাদেশ

‘এটা প্রধান বিচারপতির ব্যক্তিগত ক্ষোভ’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/08/2017


Thumbnail

আইন সচিব, আবু সালেহ শেখ মো. জহিরুল হক বলেছেন, প্রধান বিচারপতি আমার ওপর ব্যক্তিগত ভাবে ক্ষুব্ধ। তিনি তাঁর ক্ষোভ থেকেই চুক্তিভিত্তিক নিয়োগ স্থগিতাদেশ করিয়েছেন। সরকার এ ব্যাপারে আইনি পথেই এগুবে।’ আজ তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ হাইকোর্ট তিনমাসের জন্য স্থগিত করার পরিপ্রেক্ষিতে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।

হাইকোর্টের বেঞ্চে ঘটনার বর্ণনা করতে গিয়ে সদ্য সাবেক হওয়া আইন সচিব বলেন, ‘অ্যাটর্নি জেনারেল কোর্টে বলেছেন, আজ নারায়ণগঞ্জের ৭ খুন মামলার রায়, আমাকে সেখানে থাকতে হবে, শুনানির জন্য সময় প্রয়োজন।’ এ সময় আরও সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন। হাইকোর্টের কিছু শুনল না।, তারা স্থগিতাদেশ দিলেন। এখানে কী করবেন?’  তাঁর মতে, ‘কারও যদি ব্যক্তিগত আক্রোশ থাকে, এবং আক্রোশ প্রসূত হয়ে ক্ষমতার অপব্যবহার করে তাহলে কী করবেন?’

কেন প্রধান বিচারপতি আপনার ওপর রাগ? এই প্রশ্নের উত্তরে জনাব দুলাল বলেন, ‘প্রধান বিচারপতি মনে করেন, অধ:স্তান  আদালতের  বিচারকদের আচরণবিধি আমার  জন্যই  চূড়ান্ত হচ্ছে না। অথচ তাঁর এই ধারণাটি ভুল। কারণ এটা একটা সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত।’ আইন সচিব বলেন, ’আমাকে নিয়ে আমি চিন্তিত না। আমার যা হবার তা হবে, কিন্তু যা হবে তা দেশের জন্য মঙ্গলজনক নয়।’
 
আজ মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহম্মদ দস্তগীর হোসেন এবং বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে ডিভিশন বেঞ্চ, আইন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ আদেশ তিন মাসের জন্য স্থগিত করেন। উল্লেখ্য, গত ৬ আগস্ট অবসরোত্তর ছুটি বাতিল করে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ মো. জহিরুল হককে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। পরদিন থেকে এই নিয়োগ কার্যকর হয়। চুক্তিভিত্তিক নিয়োগ ও বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফুজ্জামান রিট পিটিশন দায়ের করেন। প্রাথমিক শুনানি নিয়ে ৮ আগস্ট রুল দিয়ে ১০ আগস্ট শুনানির দিন ধার্য্য করা হয়। পরে রাষ্ট্রপক্ষের আবেদনে, ১৭ আগস্ট পর্যন্ত সময় বাড়ানো হয়েছিল।

বাংলা ইনসাইডার/জেডএ




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭