কালার ইনসাইড

যুক্তরাষ্ট্রের হাসপাতালে অসুস্থ বেবী নাজনীন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/11/2020


Thumbnail

হাসপাতালে ভর্তি হয়েছেন যুক্তরাষ্ট্রে প্রবাসী  ‘ব্ল্যাক ডায়মন্ডখ্যাত’ কণ্ঠশিল্পী বেবী নাজনীন। অসুস্থ হওয়ায় স্থানীয় সময় বুধবার নিউ জার্সি অঙ্গরাজ্যের প্যাটারসনের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয় তাকে।


বেবী নাজনীনের ছেলের বরাত দিয়ে বেবী নাজনীনের ছোট ভাই এনাম সরকার জানান,  বুধবার কিডনি ও জ্বরসহ বেশ কিছু সমস্যায় অসুস্থ হয়ে পড়েন বেবী নাজনীন। এ সময় তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা ভালোর দিকে। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।’


বেবী নাজনীনের জনপ্রিয়তা এক সময় ছিল তুঙ্গে। বিশিষ্ট বংশীবাদক প্রয়াত মনসুর সরকারের সন্তান তিনি। তিনি একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশীয় ও আন্তর্জাতিক বহু সম্মাননায় ভূষিত হয়েছেন। তার অন্যতম জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘এলোমেলো বাতাসে’, ‘রংধনু থেকে’, ‘মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে’, ‘দু চোখে ঘুম আসে না’, ‘কাল সারা রাত ছিল’, ‘ও বন্ধু তুমি কই’।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭