ওয়ার্ল্ড ইনসাইড

`গিলগিট-বালতিস্তানের ফলাফল কেউই মানবে না, বললেন মরিয়ম নওয়াজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/11/2020


Thumbnail

ভোট কারচুপির অভিযোগ এনে পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ বলেছেন, গিলগিট-বালতিস্তান আইনসভা নির্বাচনে ভোটের ফলাফল কেউই গ্রহণ করবে না।গেল বুধবার তিনি এমন মন্তব্য করেন।  

পাকিস্তান অধিকৃত কাশ্মীরের এলাকা গিলগিট-বালতিস্তান। ওই অঞ্চলকে প্রদেশের মর্যাদা ঘোষণা দেয়ার পর আইনসভার নির্বাচন অনুষ্ঠিত হলো ১৫ নভেম্বর।

বেসরকারি ফলাফলে নির্বাচনে ইমরান খানের দল পিটিআই একাই পেয়েছে ১০টি আসন । এছাড়া পিপিপি ৩ টি, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ২টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭ আসনে জিতেছেন।

নির্বাচনের কারচুপির অভিযোগ তুলে নওয়াজ শরীফ কন্যা মরিয়ম বলেন, নির্বাচনী প্রচারণার সময় প্রায় ১০ দিন গিলগিট বালতিস্তানে ছিলাম। সেখানে সমর্থন পেয়েছি অনেক।

এর আগে, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) গিলগিট-বালতিস্তান আইনসভা নির্বাচনে ভোট কারচুপি করে বিজয় লুটে নিয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭