ইনসাইড গ্রাউন্ড

একপ্রকার কয়েদখানা’য়ই সময় কাটাচ্ছেন কোহলিরা 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/11/2020


Thumbnail

কিছুদিন আগেই আইপিএল খেলেছে আরব আমিরাতে। আর কিছুদিন পর অস্ট্রেলিয়ার সাথে টুর্নামেন্ট। তবে করোনা ভাইরাসের জন্য সেলফ আইসলেশনে থাকতে হচ্ছে ভারতীয় খেলোয়াড়দের।

তবে আরব আমিরাতের মতো সেলফ আইসলেশন ততটা সহজ হচ্ছেনা তাদের। আরব আমিরাতে জৈব সুরক্ষিয় যেমন ছিলেন খেলোয়াড়রা তা থেকে পুরো ভিন্ন চিত্র অস্ট্রেলিয়াতে। খেলোয়াড়রা শুধু হোটেল ছেড়ে মাঠে এবং মাঠ ছেড়ে হোটেলে যেতে পারছে। টিম মিটিং, জিম এবং খাওয়া-দাওয়া সবই করতে হচ্ছে নিজ রুমে।

অস্ট্রেলিয়ায় এই আইসোলেশন ব্যবস্থা নিয়েই ভারতীয় বহরের এক সদস্য তাঁর পরিবারকে জানিয়েছেন, তাঁরা নাকি ‘পাঁচ-তারকা কয়েদখানা’য় জীবন যাপন করছেন। খেলোয়াড়দের হোটেল থেকে মাঠে নেওয়ার কাজে চারটি গাড়ির ব্যবস্থা করেছে অস্ট্রেলিয়া বোর্ড। বিশাল বাসেও মাত্র ১০-১১ জন খেলোয়াড় নেওয়া হচ্ছে সঙ্গনিরোধ নিশ্চিত করতে। পাশাপাশি বসার কোনো সুযোগ নেই সেখানে। ২৭ নভেম্বর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের প্রথম ওয়ানডে খেলবে ভারত।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭