ইনসাইড গ্রাউন্ড

ভারতকে বিপদে ফেলার পরামর্শ দিলেন শোয়েব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/11/2020


Thumbnail

২৭ নভেম্বর থেকে শুরু হওয়া অস্ত্রেলিয়া-ভারত সিরিজে অস্ট্রেলিয়া কিভাবে নিজেদের মেলে ধরবে তারই পরামর্শ দিল পাকিস্তানি এই ফাস্ট বোলার।

শোয়েব আখতারের মতে,  অস্ট্রেলিয়া এবং ভারত সিরিজে উইকেটই সিরিজ নির্ণায়ক হয়ে দাড়াবে। অস্ট্রেলিয়ার উইকেট সাধারণত পেস সহায়ক হয়,  সে সঙ্গে থাকে বাউন্সও। যা প্রতিপক্ষের সুবিধা করে দিচ্ছে বলে দাবি করেন শোয়েব। অসিদের পরামর্শ দিয়ে তিনি আরও বলেন,  ‘অস্ট্রেলিয়ার পেস অ্যাটাক যেমন প্রতিপক্ষ দলকে বিপদে ফেলতে পারে, তেমনই বিপদে ফেলতে পারে ব্যাটসম্যানের শরীরকেও।’

গতবারের সিরিজ ভারতের কাছে হারার মূলে ছিল ভারতের বোলিং। টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া ব্যাটিং লাইন আপকে ভুগিয়েছিল ভারতীয় বোলাররা। তাই তিনি মনে করেন অস্ট্রেলিয়াদের উচিত কঠিন পিচ তৈরি করা। পেস সহায়ক উইকেটের কথা ভাবছেন পাকিস্তানি এই ফাস্ট বোলার।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭