ইনসাইড ইকোনমি

প্রথম কার্যদিবসে সূচক পতন দিয়ে লেনদেন শুরু পুঁজিবাজারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/11/2020


Thumbnail

সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। আধাঘন্টার মাথায় প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৫ পয়েন্ট। এছাড়া ডিএসইএস ২ পয়েন্ট এবং ডিএসইএক্স কমেছে ৩ পয়েন্ট করে। 
এখন পর্যন্ত এ বাজারে লেনদেন হয়েছে ৬০ কোটি টাকা। 

আর লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত আছে ৭৯টির দর।
গত সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের মিশ্র প্রবণতা বজায় ছিলো ডিএসই’তে।

এদিকে, শুধু ডিএসই’তেই নয় সূচক কমছে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও। সেইসাথে সিএসই’তে কমছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭