ইনসাইড বাংলাদেশ

পদবি পরিবর্তনের দাবীতে লক্ষ্মীপুরে সরকারী কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/11/2020


Thumbnail

সরকারী বিভিন্ন দপ্তরে কর্মরত ১৬—১১ গ্রেডের কর্মচারীদের পদ—পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবী লক্ষ্মীপুরে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে সরকারী কর্মচারীরা।  

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) এর উদ্যোগে রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন তারা। জেলা প্রশাসক কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের কর্মচারীরা ৬ষ্ট দিনের মত এ কর্মবিরতি  কর্মসূচিতে  অংশ নেয়।

এতে বক্তব্য রাখেন, বাকাসস এর লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মাসুম কবির, সাধারণ সম্পাদক পরিক্ষিত চন্দ্র দেবনাথ, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী মো. ইব্রাহীম ও দেবজিত চন্দ্র নাথসহ অনেকে।

এসময় বক্তারা বলেন, দাবি বাস্তবায়নে জনপ্রশাসন মন্ত্রনালয়ে সচিব মহোদয়সহ উর্ধ্বতন কর্মকর্তারা একমত পোষণ করলেও কর্মাচারীদের দীর্ঘ দিনের দাবী এখনো বাস্তবায়ন হয়নি। বক্তারা এসময় ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কর্মচারীদের পদ—পদবী পরিবর্তন সংক্রান্ত সার সংক্ষেপে অনুমোদন দিলেও তা এখনো বাস্তবায়ন না হওয়ায় তাদের মধ্যে হতাশা বিরাজ করছে। তাই দাবী আদায় আন্দোলনে কর্মবিরতি কর্মসূচিতে নেমেছেন তারা। এই কর্মবিরতি আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে বলে জানান,আন্দোলনকারীরা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭