ইনসাইড গ্রাউন্ড

ফুটবলার বাদল রায় আর নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/11/2020


Thumbnail

শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য কিছু দিন আগে রাজধানীর আসগর আলী হাসপাতালে ভর্তি হন বাদল। পরবর্তীতে কিডনিতে জটিলতা দেখা দিলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তার লিভার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলো বলে জানান ডাক্তার। রবিবার বাদল রায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তায় সিঙ্গাপুরে মস্তিস্কে জটিল অস্ত্রোপচার করে আসেন বাদল। সেরে উঠে দেশে ফিরলেও স্বাভাবিক চলাচলের ক্ষমতা হারান তিনি। তবে সাম্প্রতি ক্যান্সারে আক্রান্ত হয়া এবং কিডনির জটিলতার জন্য ডাক্তার তাঁর চিকিৎসা করা থেকে হাল ছেড়ে দেয়। তবে তাঁর বন্ধু-বান্ধব এবং আত্মীয়রা হাল ছাড়ে নি। তবে ক্যান্সারের কাছে হার মানলেন উনিশ শতকের মোহামেডান স্পোর্টিংয়ের হয়ে মাঠ মাতানো এই ফুটবলার।

জাতীয় দলের হয়ে ১৯৮১ থেকে ৮৬ পর্যন্ত খেলা বাদল মোহামেডান স্পোর্টিংয়ের হয়ে ১৯৭৭ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত খেলেন। দলটির হয়ে জেতেন পাঁচটি লিগ শিরোপা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭