ওয়ার্ল্ড ইনসাইড

করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/11/2020


Thumbnail

আগামী  বছরের শুরুতে ইউরোপজুড়ে সংক্রমণের তৃতীয় ঢেউ শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক বিশেষ দূত। কোভিড-১৯ বিষয়ক ডব্লিউএইচও’র বিশেষ দূত ডেভিড নাবারো সুইজারল্যান্ডের কয়েকটি গণমাধ্যমকে এ আশঙ্কার কথা জানান।


তিনি জানান, ‘ইউরোপ  প্রথম ঢেউ নিয়ন্ত্রণের পর গরমের মৌসুমে কোভিড-১৯ প্রতিরোধে ব্যর্থ হয়।এখন তারা দ্বিতীয় ঢেউ মোকাবেলা করছেন। হচ্ছে। যদি তারা প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ না করে তবে আগামী বছরের শুরুতে তৃতীয় ঢেউ দেখতে হবে। এ বছরের শুরুতে  ইউরোপজুড়ে করোনা মারাত্মক রূপ নিয়েছিল। বছরের মাঝামাঝিতে সংক্রমণ বিস্তারের গতি কমে গিয়ে গ্রীষ্মে তা বেশ নিয়ন্ত্রণে চলে আসে। কিন্তু শীতের শুরুতে আবারও সংক্রমণ বাড়তে শুরু করেছে। যাকে সংক্রমণের দ্বিতীয় ঢেউ বলা হচ্ছে। বর্তমানে দৈনিক সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে গত শীতের মতো বা তার থেকেও ভয়াবহ পরিস্থিতি আবার ফিরে আসতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭