ইনসাইড বাংলাদেশ

হাজী সেলিমের দখলে ফের অগ্রণী ব্যাংকের জমি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/11/2020


Thumbnail

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের পেুত্র ইরফান সেলিমকে ধরতে র‌্যাবের অভিযানের পরপরই সেলিমের দখলে থাকা অগ্রণী ব্যাংকের জায়গা ব্যাংক কতৃপক্ষ দখলে নেয়। কিন্তু মাস না গড়াতেই এই সংসদ সদস্য সেই জমি পুনর্দখল নিয়েছেন। 

আর এই বিষয়টি নিয়ে এখন ভয়ে আছেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির পুরান ঢাকার মৌলভীবাজার কর্পোরেট শাখার কর্মীরা। মারামারি এড়াতে ওই জমির দখল নিতে যাচ্ছেন না বলে জানিয়েছেন শাখার দায়িত্বে থাকা সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) বৈষ্ণব দাস মণ্ডল। জমিটি দখলে নেওয়ার বিষয়ে হাজী সেলিমের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান অগ্রণী ব্যাংকের প্রথম যে শাখাটি উদ্বোধন করেছিলেন সেটা এই জমিতেই ছিল। ২০০৩ সাল থেকে ২০ শতকের জমিটি হাজী সেলিমের দখলে, যদিও তা নিয়ে মামলা চলছে।

উল্লেখ্য, নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় হাজী সেলিমের ছেলে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিম গত ২৬ অক্টোবর গ্রেপ্তার হন। র‌্যাব সেদিন হাজী সেলিমের বাড়িতে অভিযান চালালেও তাকে পায়নি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭