ইনসাইড ইকোনমি

পুঁজিবাজারে দরপতন অব্যাহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/11/2020


Thumbnail

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও দরপতন দিয়ে লেনদেন শুরু হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। লেনদেন শুরুর প্রথম আধাঘন্টায় প্রধান সূচক ডিএসইএক্স কমে গেছে ৪২ পয়েন্ট করে। আর অন্য দুই বাছাই সূচক কমেছে ১৬ পয়েন্ট করে।

এখন পর্যন্ত লেনদেন হয়েছে ৫৫ কোটি টাকার মতো। আর হাতবদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত আছে ৬০টির দর। 

আজ দাম কমার তালিকায় আছে রেকিট বেনকিজার, লিনডে বিডি ও ব্যাটবিসির মতো প্রতিষ্ঠান। গতকালও ব্যাপক দরপতন হয়েছে ঢাকা পুঁজিবাজারে।

এদিকে, দরপতন চলছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও। এ বাজারের ৫টি সূচকই নিম্নমুখী রয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭