ইনসাইড এডুকেশন

ঢাবির ভর্তি পরীক্ষায় এমসিকিউ ও লিখিত ৮০, ফলাফলে ২০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/11/2020


Thumbnail

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মানববন্টনে আবারও পরিবর্তন আনা হয়েছে। মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় লিখিত ও এমসিকিউ উভয় অংশের জন্য ৪০ নম্বর বরাদ্দ থাকবে।

আর এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ থেকে ২০ নম্বর নিয়ে মেধাক্রম তৈরি হবে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় বিগত বছরগুলো থেকে হয়ে আসা ২০০ নম্বরের ভর্তি পরীক্ষা ১০০ নম্বরে নেওয়ার সুপারিশ করা হয়। সেসময় এসএসসি ও এইচএসসি’র ফলাফল উপর ৮০ নম্বর থাকলেও সেটি কমিয়ে ২০ নম্বর, এমসিকিউ এর ৭৫ থেকে ৩০ এবং লিখিত পরীক্ষার নম্বর ৫০ করার কথা বলা হয়েছিলো।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭