ইনসাইড সাইন্স

ছোট হয়ে যাচ্ছে মাছের আকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/08/2017


Thumbnail

একবার ভেবে দেখুন, দুপুরে খেতে বসেছেন। আপনি জানেন মেন্যুতে রয়েছে ইলিশ মাছ ভাজা। খাবার যখন সামনে আসলো অমনি চোখ কপালে উঠে গেল। সামনে রাখা মাছটাকি ইলিশ না জাটকা ঠাহর করতে পারছেন না। কীভাবে এত ছোট হয়ে গেল মাছ? বিষয়টি অতিকল্পনা নয় অদূর ভবিষ্যতে এমনটাই ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞানীরা আশঙ্কা করছেন যদি সাগরের পানির উষ্ণতা দিন দিন বাড়তেই থাকে তবে মাছের আকার ২০ থেকে ৩০ শতাংশ কমে যেতে পারে। কানাডার ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা গবেষণা করে জানিয়েছেন, কেন মাছেরা ছোট হয়ে যেতে পারে।

ওশান ও ফিশারিজ ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রোফেসর উইলিয়াম চিউং জানান, মাছেরা আসলে ঠান্ডা রক্তের প্রাণী। তারা তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না। যখন সাগরের পানির তাপমাত্রা বেড়ে যাবে তখন তাদের শরীরের মেটাবলিজমের হার বেড়ে যাবে। শরীরের বাড়তি এই কাজের জন্য মাছেদের প্রচুর পরিমাণের অক্সিজেনের প্রয়োজন হবে। বাড়তি এই অক্সিজেন মাছেদের ফুলকা সরবরাহ করতে পারে না। ফলে মাছেদের বৃদ্ধি কমে যেতে থাকবে। মাছেরা যখন একটু বেশি বয়সী হবে তখন তাদের ফুলকা শরীর অনুযায়ী বাড়বে না। যেমন- কড মাছের মতো শরীর যদি ১০০ শতাংশ বাড়ে তবে ফুলকা বাড়বে মাত্র ৮০ শতাংশ। তাই বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে মাছেরাও আকারে কমে যেতে থাকবে।

উষ্ণ পানির ভেতরে মাছেদের অক্সিজেন পরিমাণে বেশি প্রয়োজন হবে। অন্যদিকে সাগরে অক্সিজেনও পরিমাণে কম থাকবে। তার মানে ফুলকা শরীরে প্রয়োজনীয় অক্সিজেনসরবরাহ করতে পারবে না। এর ফলে মাছেদের বৃদ্ধি বন্ধ হয়ে যাবে যাতে অল্প অক্সিজেনে তার যেন বাঁচতে পারে। কিছু কিছু মাছ আছে যাদের অক্সিজেন ও শক্তি দুটোই বেশি প্রয়োজন হয়। তারা বেশি আকারে ছোট হয়ে যাবে যা মৎস্যখাতের জন্য্ও হুমকিস্বরূপ। যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে তাদের জন্য এটি অশনি সংকেত। এই পরিবর্তন পরিবেশেও বড়সড় পরিবর্তন নিয়ে আসবে।

বাংলা ইনসাইডার/আরএইচবি/জেডএ




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭