ইনসাইড বাংলাদেশ

সড়কে ‘Sorry’ লেখা: রহস্য কী?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/11/2020


Thumbnail

বরিশাল নগরের বেশ কয়েকটি সড়কে ইংরেজিতে ‘Sorry’ শব্দ লিখেছে। বিষয়টি ঘিরে শহরে ইতোমধ্যে রহস্যের সৃষ্টি হয়েছে। তবে কে বা কারা রঙ দিয়ে এই লেখাটা লিখেছে সে বিষয়ে একনও জানা জায়নি।

স্থানীয়রা জানান, নগরের কোতোয়ালি মডেল থানার সামনের সড়কের দুটি স্থানে ইংরেজিতে Sorry শব্দটি লেখা রয়েছে। এরপর চকবাজারের পুলের ওপর এবং নগরের নথুল্লাবাদ বাস টার্মিনালসংলগ্ন জিয়া সড়কে বেশ  কয়েকটি স্থানে।

স্থানীয়দের অনেকের ধারণা, কারো অভিমান ভাঙ্গাতে কেউ হয়তো এমনটা করতে পারে। যুব সমাজের অনেকের মতে, এটি হয়তো কোনো পাগলাটে প্রেমিকের কাজ। 

কেন বা কি কারণে এমন লেখা সড়কে লেখা হয়েছে সে বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর খতিয়ে দেখা উচিত বলে মনে করেন শহরের সুশীল সমাজ। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭