ইনসাইড ইকোনমি

লেনদেনের শুরুতে সূচক বাড়ছে ডিএসই’তে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/11/2020


Thumbnail

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের চাঙ্গাভাবের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। প্রথম আধাঘন্টায় প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৪ পয়েন্ট। আর অন্য দুই বাছাই সূচক বেড়েছে যথাক্রমে ২ ও ৩ পয়েন্ট করে। 

গত আধাঘন্টায় ডিএসই’তে লেনদেন হয়েছে ৮০ কোটি টাকার শেয়ার। আর হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৩২টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত আছে ৬৯টির দর। 

আজ লেনদেনের শুরুতেই দাম বাড়ার তালিকায় আছে রেকিট বেনকিজার, ব্যাটবিসি, ইস্টার্ন লুব্রিকেন্টস এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। আর দাম কমার তালিকায় আছে মেরিকো ও লিনডে বিডি’র মতো প্রতিষ্ঠান।

আজ সূচক বাড়ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও। এ বাজারে এখন পর্যন্ত যে প্রতিষ্ঠানগুলো লেনদেনে অংশ নিয়েছে তারমধ্যে দাম বেড়েছে ২৭টির, কমেছে ৯টির এবং অপরিবর্তিত আছে ১৪টির শেয়ারের দাম।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭