ইনসাইড ইকোনমি

সূচকের উত্থান-পতন দিয়ে লেনদেন চলছে ডিএসইতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/11/2020


Thumbnail

গত দুই দিনের ধারাবাহিকতায় আজও সূচকের চাঙ্গাভাবের মধ্য দিয়ে লেনদেন শুরু হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে। প্রথম আধাঘন্টায় ডিএসইএক্স বেড়েছে ১৪ পয়েন্ট করে। আর বাকি দুই বাছাই সূচক বেড়েছে ২ ও ৯ পয়েন্ট করে।

কিন্তু লেনদেন শুরুর ঘন্টাখানেক পর থেকেই দেখা দেয় উত্থান-পতন। গত ২ ঘন্টায় ডিএসইএক্স ১২ পয়েন্ট এবং ডিএস থার্টি বেড়েছে ৭ পয়েন্ট করে। আরেক সূচক রয়েছে মধ্যবর্তী অবস্থানে।

শুরুতেই ১০৭ কোটি টাকা লেনদেন হলেও পরে এই গতি কিছুটা কমে যায়। এখন পর্যন্ত বাজারে লেনদেন হয়েছে ৩৫৮ কোটি টাকা।

লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪৯টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত আছে ৯২টি কোম্পানির শেয়ারের দর।

দাম বাড়ার তালিকায় আছে রেকিট বেনকিজার, ইউনিলিভার কনজ্যুমার কেয়ার , লিনডে বিডি, মেরিকো, রেনাটা ও ব্যাটবিসির মতো প্রতিষ্ঠানগুলো।

এদিকে, সিএসই’তে সূচকের মিশ্র প্রবণতা বজায় রয়েছে সকাল থেকে। ৫টি সূচকের মধ্যে ১টি সূচক নিম্নমুখী রয়েছে এখন পর্যন্ত।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭