ওয়ার্ল্ড ইনসাইড

‘থ্যাংকস গিভিং ডে’তে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ৯০ হাজার আমেরিকান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/11/2020


Thumbnail

যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ‘থ্যাংকস গিভিং ডে’-তে বৃহস্পতিবার করোনায় আক্রান্ত ৯০ হাজার ৪৮১ জন আমেরিকান হাসপাতালে ভর্তি হয়েছেন।  দেশটিতে ওই দিন মোট করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন ১ লাখ ১০ হাজার মানুষ।

তাছাড়া, এদিন দেশটিতে করোনায় মোট মারা যান ১ হাজার ২০০ জন মানুষ।

উল্লেখ্য, প্রতি বছরের নভেম্বর মাসের ৪র্থ বৃহস্পতিবার আমেরিকায় এবং অক্টোবরের ২য় সোমবার কানাডায় ‘থ্যাংকস গিভিং ডে’ পালন করা হয়। থ্যাংকস গিভিং ডে-কে অনেকে আবার দ্য টার্কি ডেও বলে থাকে। ঐতিহাসিকভাবে থ্যাংকস গিভিং ডে ধর্মীয় ও সাংস্কৃতিক একটা অনুষ্ঠান।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭