ইনসাইড বাংলাদেশ

শীতের কাঁপুনি শুরু হয়েছে নীলফামারিতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/11/2020


Thumbnail

শক্তিশালী ঘূর্ণিঝড় ‘নিভার’র প্রভাবে নীলফামারীতে জেঁকে বসেছে শীত। 

শুক্রবার (২৭ নভেম্বর) জেলাটিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ১৫ ডিগ্রি সেলসিয়াস ছিল বলে জানা গেছে।

শুক্রবার সারাদিন সূর্যের মুখ দেখা যায়নি এ অঞ্চলে। বৃষ্টির মতো ঝিরি ঝিরি করে কুয়াশা পড়েছে সারাদিন। এতে করে হতদরিদ্র মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছেন।

অনেকে কনকনে শীতের কারণে কাজে বের হতে পারেননি। রাস্তা-ঘাট ফাঁকা। শীতে জুবুথুবু হয়ে পড়েছেন শিশু ও বৃদ্ধরা।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭