ইনসাইড বাংলাদেশ

এক পলকে সব খবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/11/2020


Thumbnail

চলে গেলেন আলী যাকের

আমাদের ছেড়ে চলে পরপারে চলে গেলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন আলী যাকের। শুক্রবার সকাল ৬ টা ৪০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। দীর্ঘদিন  ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করেছেন আলী যাকের। অবশেষে হার মানলেন মৃত্যুর কাছে।  মুক্তিযুদ্ধ জাদুঘরে শেষ শ্রদ্ধা জানিয়ে একাত্তরের শব্দসৈনিক এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মান জানিয়ে দেওয়া হয় গার্ড অব অনার। এরপর বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

১৯৪৪ সালে জন্মগ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসংগ্রামী ছিলেন তিনি। মুক্তিযুদ্ধের পর দেশে ফিরে আরণ্যক নাট্যদলে যোগ দেন। ১৯৭২ সালের ২১ ফেব্রুয়ারি মুনীর চৌধুরীর কবর নাটকে প্রথম অভিনয়। ওই বছরেরই জুন মাসে নাগরিক নাট্য সম্প্রদায়ে যোগ দেন। এরপর সারাটা জীবন জড়িয়ে ছিলেন নাট্যাঙ্গনে। পেয়েছেন একুশে পদকসহ অনেক পুরস্কার ও সম্মাননা।

করোনায় দেশে আরও ২০ জনের মৃত্যু

করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু িহয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৫৪৪ জনে। শুক্রবার করোনা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, দাম কমে সন্তুষ্ট ক্রেতারা


শীতে সবজির সরবরাহ বাড়ায় বাজারে ফুলকপি, বাঁধাকপি, শিম, মূলার দাম আরও কমেছে। এ নিয়ে টানা দুই সপ্তাহ শীতের সবজির দাম কমলো। এরফলে ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। তবে বাজারে আলু ও পেঁয়াজের দামে অস্বস্তি রয়েই গেছে।

পদ্মা সেতুর ৩৯ নম্বর স্প্যান বসলো আজ

পদ্মা সেতুর ৩৮তম স্প্যান বসানোর ছয়দিনের মাথায় ৩৯তম স্প্যান বসানো হয়েছে। সর্বশেষ স্প্যান বসানোর পর বর্তমানে সেতুর ৫ হাজার ৮৫০ মিটার দৃশ্যমান হলো।

আন্তর্জাতিক

পুরো বিশ্বকে শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। বৃহস্পতিবার প্রেসিডেন্সিয়াল প্যালেসে দেশের সর্বোচ্চ সম্মান প্রদর্শনের পর আজ তার বাবা-মার পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ম্যারাডোনা।
খেলাধুলা
প্রথম টি-টোয়েন্টিতে আজ রাত ১০.০০টায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড।
দুপুর ১২.০০টায় নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ
ইংলিশ প্রিমিয়ার লিগে রাত ২.০০টায় খেলবে ক্রিস্টাল প্যালেস-নিউক্যাসল ইউনাইটেড।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭