ইনসাইড বাংলাদেশ

৬ মানব পাচারকারীর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 30/11/2020


Thumbnail

মানব পাচার দমন ও প্রতিরোধে সরকারের কঠোর অবস্থানের অংশ হিসাবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অনুরোধে ৬ মানবপাচারকারীকে ধরতে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল।

সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জিসানুল হক বিষয়টি নিশ্চিত করে জানান মিন্টু মিয়া, স্বপন, শাহাদাত হোসেন, নজরুল ইসলাম মোল্লা, ইকবাল জাফর ও তানজিরুল এর বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে।

সোমবার সকালে তিনি গণমাধ্যমকে বলেন, ‘সিআইডির অনুরোধে মানব পাচারকারী চক্রের ৬ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল’।

জিসানুল হক বলেন, ভালো বেতনে চাকরি দেওয়ার কথা বলে বাংলাদেশ থেকে অসংখ্য নারী-পুরুষকে বিভিন্ন দেশে অবৈধ পথে পাচার করেছেন ওই ছয় মানব পাচারকারী। যা ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে এবং ইতোপূর্বে চক্রের বেশ কয়েকজন আসামিকে গ্রেফতারের পর প্রকাশ করেছেন তারা। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭