ইনসাইড টক

‘ভ্যাকসিন অনিশ্চিত বিষয়: করোনা নিয়ন্ত্রণে জোর দিতে হবে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 30/11/2020


Thumbnail

স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা: ইকবাল আর্সলান বলেছেন, ভ্যাকসিনে নিয়ে এতো আলোচনার কিছু নেই। ভ্যাকসিন এখনও একটি অনিশ্চিত বিষয়। এজন্য করোনা নিয়ন্ত্রণে মাস্ক ব্যবহার, হাত ধোঁয়া এবং সামাজিক দূরত্ব মানার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

বাংলা ইনসাইডারের সাথে একান্ত সাক্ষাৎকারে অধ্যাপক ডা: ইকবাল আর্সলান বলেন, ‘ভ্যাকসিন আসলেই করোনা থেকে মুক্তি পাওয়া যাবে এমন ধারণা সঠিক নয়। ভ্যাকসিন দিয়ে হার্ড ইমিউনিটি তৈরি করতে হলে একটা সমাজের ৮০ শতাংশ মনুষকে ভ্যাকসিন দিতে হবে। তাহলে ১০০ শতাংশ মানুষের মধ্যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে। হার্ড ইমিউনিটি দু‘ভাবে হয়, একটি প্রক্রিয়া হচ্ছে সংক্রমিত হয়ে প্রাকৃতিকভাবে হার্ড ইমিউনিটি তৈরি হয়। অন্যটি, মানুষকে ভ্যাকসিন দিয়ে ইমিউনিটি তৈরি করা। কিন্তু বাংলাদেশের পেক্ষাপটে ভ্যাকসিন দিয়ে ইমিউনিটি তৈরি করা কোনোভাবেই সম্ভব নয়। বাংলাদেশে ১৮ কোটি লোকসংখ্যার ৮০ শতাংশ হিসেবে সাড়ে ১৪ কোটি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে হবে। কিন্তু এদের ভ্যাকসিন দিতে হলে ২৯ কোটি ডোজ ভ্যাকসিন লাগবে।  ২৯ কোটি ডোজ ভ্যাকসিন পাওয়া আর এতো মানুষকে ভ্যাকসিন দিতে অনেক বছর লেগে যাবে।’

শীতে করোনা বাড়ার কারণ জানতে চাইলে এই চিকিৎসক নেতা বলেন, ‘শীতকালে আবহাওয়া এবং পরিবেশ এমনিতেই শুষ্ক থাকে ফলে বাতাসে ধূলিকণা থাকে প্রচুর পরিমাণে। এতে করে ধূলিকণা বাতাসে চলাচল অনেকগুণ বৃদ্ধি পায়। এই ধূলিকণা বা বিভিন্ন গ্যাস, ইটের ভাটা কিংবা বস্তির কাঠের জ্বালনি থেকে তৈরি হওয়া জীবাণুগুলো শীতকালের বাতাসে বহুগুণ বেশি থাকে ফলে সংক্রমণের ঝুঁকিটা বেড়ে যায়। আর যাদের শ্বাসজনিত নানা রকম রোগবালাই আছে তারা বেশি ঝুঁকিতে থাকে। এছাড়া স্বাস্থ্যবিধি মানা  হচ্ছে না। রাস্তাঘাটে দেখা যাচ্ছে মানুষ স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা না করে ইচ্ছেমতো চলাফেরা করছেন। যারা মাস্ক ব্যবহার করছেন না তারা নিয়মিত হাত ধোয়ার বিষয়টাও মানছেন না কারণ তারা এ বিষয়ে সচেতন নয়। অন্যদিকে সামজিক দূরত্ব মানা হচ্ছে না। ফলে করোনা থেকে নিরাপাদ থাকতে যে বিষয়গুলো মানা উচিত সেগুলো যথাযথভাবে প্রতিপালন করা হচ্ছে না। এতে করে করোনা বাড়ছে।’

দ্বিতীয় ওয়েভের বিষয়ে জানতে চাইলে ডা: ইকবাল আর্সলান বলেন, ‘বাংলাদেশের জন্য করোনা দ্বিতীয় ওয়েভ প্রযোজ্য নয় কারণ বাংলাদেশে প্রথম ওয়েভই শেষ হয়নি। যদি করোনা নিয়ন্ত্রণ করা যেতো তারপর যদি আবার বাড়তো তাহলে দ্বিতীয় ওয়েভ বলা যেত কিন্তু নিয়ন্ত্রণইতো করা যায়নি। মাঝে হয়তো করোনা কিছুটা কমে আসছিলো কিন্তু একই ধারায় চলছিলো। সুতরাং করোনা ভ্যাকসিনের ওপরে নির্ভর না করে করোনা নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মেনে চলাতে হবে।’

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭