ইনসাইড বাংলাদেশ

টেকনিক্যাল পদে প্রশাসন কর্মকর্তাদের পদায়ন নিয়ে প্রকৃচির সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 30/11/2020


Thumbnail

সাম্প্রতিক সময়ে টেকনিক্যাল পদসমূহে প্রশাসন ক্যাডারের নন টেকনিক্যাল কর্মকর্তাদের পদায়ন ও আন্তঃক্যাডার বৈষম্যের নানা বিষয়ে প্রকৃচির সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৩০ নভেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন সদর দপ্তরে প্রকৃচির স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রকৌশল, স্বাস্থ্য ও কৃষি কর্মকর্তাদের বিভিন্ন পদ পদায়ন বিষয়ে তুলে ধরা হয়েছে।

সেইসাথে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্যে আন্তঃক্যাডার বৈষম্যের নানা দিক সম্পর্কে উঠে আছে। বিগত কয়েক সপ্তাহ ধরেই প্রশাসন ক্যাডারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সভা করে আসছে টেকনিক্যাল ক্যাডারদের সংগঠন প্রকৃচি।

সভায় পেশাজীবী নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নকে আরও গতিশীল ও টেকসই করার লক্ষ্যে টেকনিক্যাল কর্মকর্তাদের নেতৃত্বে টেকনিক্যাল মন্ত্রণালয় ও দপ্তর পরিচালনার বিষয়ে সহমত পোষণ করেন।

সেইসাথে আগামী ৮ ডিসেম্বর, মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকৃচির কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের দাবি দাওয়া তুলে ধরবেন বলে সভায় গৃহীত হয়েছে।               



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭