ইনসাইড হেলথ

ফাইজার-বায়োএনটেকের টিকা যুক্তরাজ্যে ব্যবহারের অনুমতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/12/2020


Thumbnail

যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজার ও তাদের জার্মান সহযোগী বায়োএনটেকের তৈরি করোনা টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য।

এ অনুমোদনের ফলে ব্রিটেনে জাতীয়ভাবে সবার ওপর প্রয়োগ করা যাবে ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত এ টিকা। বার্তা সংস্থার রয়টার্সের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

গত নভেম্বরে ফাইজার-বায়োএনটেক জানায়, করোনাভাইরাসের সুরক্ষায় তাদের টিকা ৯৫ ভাগ কার্যকর। যুক্তরাজ্যের মেডিসিন ও হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি অ্যাজেন্সিও বলেছে, এ টিকার ব্যবহার নিরাপদ।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭