ইনসাইড বাংলাদেশ

তারেকের বিজনেস পার্টনাররা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/08/2017


Thumbnail

তারেক জিয়ার নাম উঠলেই সঙ্গে আসে গিয়াসউদ্দিন আল-মামুনের নাম। দুটো নাম যেন একসঙ্গেই উচ্চারিত হয়। সাধারণ ভাবে সবার বিশ্বাস, তারেকের একমাত্র ব্যবসায়িক পার্টনার বোধহয় মামুনই। আর্থিক যত লেনদেন সব বোধহয় মামুনের সঙ্গেই। কিন্তু তথ্যানুসন্ধানে দেখা যায়, মামুন ছিল তারেকর প্রধান ব্যবসায়িক পার্টনার। কিন্তু এর বাইরেও তারেকের অনেক ব্যবসায়ী বন্ধু ছিল, যাঁরা এখনো তারেককে নিয়মিত টাকা দেয়।

তারেকের বিজনেস পার্টনারদের শীর্ষে আছে ওরিয়ন গ্রুপ। ওরিয়ন গ্রুপের চেয়ারম্যানের টাকায় ওয়ান স্পিনিং এবং ওয়ান ডেনিমের জমি কেনা হয়েছিল। তারেক জিয়াই মামুনকে ওরিয়ন গ্রুপের চেয়ারম্যানের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল। ওরিয়ন এখনো দাপিয়ে ব্যবসা করছে। সরকারের অনেক মন্ত্রীর সঙ্গেও এই ব্যবসা প্রতিষ্ঠানের ঘনিষ্ঠতা।

তারেকের আরেক ব্যবসায়িক পার্টনার সিলভার সেলিম। সিলভার সেলিম ওয়ান গ্রুপের অন্যতম পরিচালক ছিলেন। সিলভার টাওয়ারে তারেকের জন্য স্পেসও দিয়েছিলেন। সিলভার সেলিম এখন রাজনীতি থেকে দূরে থাকলেও তারেকের সঙ্গে যোগাযোগ রাখেন ঠিকই । তারেকের লন্ডন জীবনে সিলভার সেলিমের অবদান আছে বলে জানা গেছে।

ইপিলিয়ন টেক্সটাইলের মালিক রিয়াজদ্দিন আল মামুন তারেকের কলেজ জীবনের বন্ধু। তিনি একটি ব্যংকে চাকরি করতেন। তারেকের উদ্যোগেই তিনি ব্যাংকের চাকরি ছেড়ে গার্মেন্টস ব্যবসা শুরু করেন। এখনো রিয়াজউদ্দিন আল মামুনের সঙ্গে তারেকের আর্থিক যোগাযোগ আছে বলেই জানা যায়। প্রকাশ্যে অবশ্য তিনি আওয়ামী লীগের ঘনিষ্ঠ।

স্টক এক্সচেঞ্জের ব্যবসায়ী নেসার আহমেদও তারেকের ঘনিষ্ঠ ছিলেন। তারেকের মনোনীত ব্যক্তি হিসেবে তাঁকে ওয়ান ব্যাংকের পরিচালক করা হয়।

সাবেক আওয়ামী লীগ নেতা ডা. এইচ বি এম ইকবালের সঙ্গে তারেক রহমানের ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠেছিল। এখনো ডা. ইকবালের সঙ্গে তারেক জিয়ার যোগাযোগের খবর পাওয়া যায়।

এম জি এইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং রেডিও ফূর্তির মালিক আনিস আহমেদ তারেকের স্কুল জীবনের বন্ধু। আনিস এখন সিঙ্গাপুরেই থাকেন বেশিরভাগ সময়, সেখান থেকে তারেকের সঙ্গে তাঁর যোগাযোগটা ভালোই।

রংপুর ডিস্টিলারিজ এর মালিক হারুন ফেরদৌস মার্শাল তারেকের ব্যবসায়িক পার্টনার ছিলেন। এখন তাঁর সঙ্গে তারেকের যোগাযোগের খবর পাওয়া যায় না।

একটি হাসপাতাল ও ওষুধ কোম্পানির মালিক লন্ডনে একটি বিশ্ববিদ্যালয়ের মালিকানা কিনেছিলেন। তারেক রহমানের সঙ্গে তাঁর আগে থেকেই ঘনিষ্ঠতা ছিল। এখনো তিনি তারেক জিয়াকে নিয়মিত সহায়তা করেন।

বাংলাদেশে বড় বড় একাধিক কর্পোরেট হাউজ আছে যারা গোপনে তারেকের সঙ্গে সম্পর্ক রাখছে।

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭