ওয়ার্ল্ড ইনসাইড

স্বর্ণখনিতে চীনা কোম্পানির বিষয়ে সুরক্ষা ইস্যু পর্যালোচনা করছে কানাডা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/12/2020


Thumbnail

কানাডার উত্তরাঞ্চলে একটি স্বর্ণখনি ১৬৫ মিলিয়ন ডলারের চীনা কোম্পানির অধিগ্রহণ নিয়ে জাতীয় নিরাপত্তা ইস্যু পর্যালোচনা করছে কানাডার সরকার।

সাউথ চায়না পোস্ট জানায়, গত শুক্রবার  ফেডারেল সরকার আরও ৪৫ দিন সময় বাড়িয়েছে এই চুক্তির বিষয়ে। 

চুক্তিটি সম্পন্ন হলে এই অঞ্চলে চীনা কোম্পানি শ্যানডং, যেটি চায়নার দ্বিতীয় বৃহত্তম সোনা প্রস্তুতকারী প্রতিষ্ঠান টিএমএসি’র পুরো নিয়ন্ত্রণে নেবে।  

চীনা রাষ্ট্রীয় আরও দুটি ফার্ম রয়েছে সেখানে। এর একটি হচ্ছে এমএমজি, আরেকটি হচ্ছে জিলিন জিন নিকেল। এমএমজি চীনা কোম্পানিটির তামা ও দস্তা মজুত রয়েছে সেখানে আর একটি খনি পরিচালনা করে জিলিন জিন। 
 
এটি ঘটতে যাচ্ছে যখন দু’দেশের সর্ম্পক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে।

২০১৮ সালে চীনভিত্তিক প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ের প্রধান আর্থিক নির্বাহী মেং ওয়ানঝোকে যুক্তরাষ্ট্রের  অনুরোধে গ্রেফতার করে কানাডা। এরপর থেকেই চীনের সঙ্গে দেশটির সম্পর্কের অবনতি শুরু হয়। সে বছরই মাইক্যাল কভরিগ নামের সাবেক কানাডিয়ান কুটনীতিক ও মাইক্যাল কভরিগ নামের একজন্য ব্যবসায়ী কনসালটেন্টকে আটক করে চীন। তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগও গঠন করে চীন। 

এসব ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে। 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭