ইনসাইড গ্রাউন্ড

কাতারের বিপক্ষে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/12/2020


Thumbnail

যেমনটা আভাস দিচ্ছিল তেমনটাই হল। কাতারের মাটিতে ৫-০ ব্যবধানে হেরে গেলো জেমি ডের শীর্ষরা। ম্যাচ জুড়ে আক্রমণ করে গেছে শক্তিশালী কাতার। আটকানোর প্রাণপণ চেষ্টা করেছে বাংলাদেশ, কিন্তু শেষ রক্ষা হয়নি।

দোহার আব্দুল্লাহ আল খলিফা স্টেডিয়ামে শুক্রবার ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের ‘ই  গ্রুপের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচে ৫-০ গোলে জিতেছে কাতার।

ম্যাচ শুরুর ৯ মিনিটেই পিছিয়ে যায় বাংলাদেশ। এরপর ৩৪ মিনিটে গোল করেই প্রথমার্ধ  শেষ করে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধেও থাকে আক্রমণের ধারা বজাই। দ্বিতীয়ার্ধে আরও ৩ টি গোল করে বাংলাদেশের বিপক্ষে বড় কয় নিশ্চিত করে কাতার। এ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে ই গ্রুপে নিজেদের শীর্ষস্থান আরো মজবুত করলো ২০২২ বিশ্বকাপের আয়োজকরা।

প্রথম লেগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃষ্টিভেজা ভারি মাঠে আগামী বিশ্বকাপের আয়োজকদের কাছে ২-০ গোলে হেরেছিল ডের দল।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭