ইনসাইড আর্টিকেল

বঙ্গবন্ধুই বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/12/2020


Thumbnail

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রতিষ্ঠাতা, রূপকার। বাংলাদেশ এবং বঙ্গবন্ধু যেন এক বিন্দুতে একাকার। তার চিন্তাই এদেশের চলার ভিত্তি মূল। বঙ্গবন্ধুর চিন্তা ও দর্শন গুলো তাই সব সময়ই আলোচনার দাবী রাখে। বিজয়ের মাসে তার কিছু উক্তি নিয়ে এই আয়োজন-

‘যারা মনে করেন রাতের অন্ধকারে গুলি করে কিংবা একটা রেললাইন তুলে দিয়ে টেরোরিজম করে বিপ্লব হয়, তাঁরা কোথায় আছে তারা জানেন না। এই পন্থা বহু পুরোনো পন্থা। এ পন্থা দুনিয়ায় কোনোদিন কোনো কাজে লাগে নাই। এই পন্থা দিয়ে দেশের মানুষের কোনো মঙ্গল করা যায় না। একটা রাস্তা ভেঙে দিয়ে ও একজন লোককে অন্ধকারে হত্যা করে শুধু মানুষকে কষ্ট দেওয়া হয়। এই টেরোরিজম দিয়ে দেশের বিপ্লব হয় না, হয় নাই হতে পারে না।

জনগণকে ছাড়া, জনগনকে সংঘবদ্ধ না করে, জনগণকে আন্দোলনমুখী না করে এবং পরিস্কার আদর্শ সামনে না রেখে কোনোরকম গণআন্দোলন হতে পারে না এবং সেখানে কোনো বিপ্লব হতে পারে না। দুঃখের বিষয় অনেকে এখনো টেরোরিজম-এ বিশ্বাস করেন। যাই হোক, ভবিষ্যতে তাদের ভুল ভাঙবে। সময় থাকতে না ভাঙলে তাদের ক্ষতি বেশি হবে। জনগণের ক্ষতি তো হবেই, কিন্তু তাদেরও ক্ষতি হবে।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭