ওয়ার্ল্ড ইনসাইড

পূর্ব ঘোষণার অর্ধেক সরবরাহ করতে পারবে ফাইজার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/12/2020


Thumbnail

মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) অনুমোদনের অপেক্ষায় ফাইজারের তৈরি করোনা ভাইরাসের টিকা। শিগগিরই অনুমোদনও পেয়ে যাবে। তবে বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি জানায়, চলতি বছর তারা যত সংখ্যক টিকা সরবরাহের পরিকল্পনা করেছিল, তার অর্ধেক করতে পারবে। সরবরাহ ব্যবস্থাপনায় সংকটের কারণে এ পরিস্থিতি বলছে তারা।

ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ২০২১ সালের মধ্যে ফাইজার করোনা টিকার ১০০ কোটি ডোজ সরবরাহ করতে পারবে বলে জানিয়ে আসছিল। এখনো তারা সরবরাহের বিষয়ে আত্মবিশ্বাসী। তবে চলতি বছর তারা যে ১০ কোটি টিকা সরবরাহের কথা বলেছিল, তা তারা পারবে না। বছরের শেষ নাগাদ তারা ৫ কোটি করোনা টিকা বিশ্বব্যাপী সরবরাহ করতে পারবে বলে জানিয়েছে।

নিউইয়র্ক ডেইলি নিউজ বলছে, ফাইজারের মুখপাত্র জানিয়েছেন, টিকা তৈরির কাঁচামালের সরবরাহ পেতে অনুমিত সময়ের বেশি ব্যয় হচ্ছে। এ ছাড়া ক্লিনিক্যাল ট্রায়ালের ফল আসতেও দেরি হয়েছিল।

যুক্তরাজ্য ২ ডিসেম্বর ফাইজারের টিকার অনুমোদন দেয়। এরইমধ্যে চালান পৌঁছেছে ব্রিটেনে। সপ্তাহখানেকের মধ্যে শুরু হবে টিকা প্রয়োগ। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭