ইনসাইড বাংলাদেশ

আজ থেকে শুরু হচ্ছে অ্যান্টিজেন টেস্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/12/2020


Thumbnail

দীর্ঘ পর্যবেক্ষণ ও আলোচনার পর করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্তের জন্য ১০ জেলায় আজ থেকে শুরু হচ্ছে অ্যান্টিজেন-ভিত্তিক র‍্যাপিড টেস্ট। আর এসব পরীক্ষা সম্পূর্ণ বিনা মূল্যে করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

করোনাভাইরাস শনাক্তে সব সরকারি হাসপাতাল, সরকারি পিসিআর ল্যাব এবং সব ধরনের হেলথ ইন্সটিটিউট-এ অ্যান্টিজেন টেস্ট করা হবে।
এই টেস্ট শুরু করার আগে প্রতিষ্ঠানগুলোকে ডাব্লিউএইচও বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অভ্যন্তরীণ গাইডলাইন এবং স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালা অনুসরণ করতে হবে।

গত ৫ই জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয় অ্যান্টিজেন-ভিত্তিক টেস্ট শুরু করার অনুমোদন দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে লিখিত অনুরোধ জানায়। 

স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাব অনুযায়ী, যেসব রোগীর মধ্যে করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ আছে, তাদেরকে অ্যান্টিজেন টেস্ট করানো হবে। এতে যারা পজিটিভ হিসেবে চিহ্নিত হবেন, তাদেরকে আইসোলেশনে নেয়া হবে। আর যাদের ক্ষেত্রে ফলাফল নেগেটিভ আসবে, তাদেরকে পিসিআর টেস্টের জন্য পাঠানো হবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭